শূণ্য হৃদয়
- হাসান আল মাহদী ২৩-০৪-২০২৪

কেন এলে বা জড়ালে তুমি মিছে মায়ায়
কেন বুঝিনি কী হারিয়েছি তোমার হিয়ায়।

জীবনে কি খেলা খেলেছো যে
এর শেষ বলো কোথায়!!!
ঢেউয়ে ভাঙে দু-কূল ভাঙে স্বপ্ন আমার
আমি আঁধারে হারায়।

আমি তোমার তুমি যে আমার
কেউ কারো নয় কেন বলো!
একজীবনে এতোটা সুখ
দেবো কেমনে তুমি বলো।

একা আমি একা রবো যে শুধু একা।
শেষ বিদায়ে পায় যেন তোমার দেখা।

ক্লান্ত আমি শূণ্য হৃদয়
আর পারি না সইতে ব্যথা,
এসো তুমি এসো ফিরে
বলব ভালবাসার কথা।

পারবো না তোমায় ছেড়ে থাকতে
একাকী এই জীবনে বাচতে।

ফিরে এসো তুমি ফিরে এসো
ভালবাসার গভীরে,
তোমায় নিয়ে হারাবো
দিগন্তের সেই অচিনপুরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।