চালাও অভিযান
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত

অনেকে কন সত্য লেখেন
লেখতে গিয়ে তথ্য দেখেন
আছে কী না ঠিক,
তাই যদি হয় বলবো তাদের
লেখক সুনির্ভীক।

বলেন দেখেন সুইটারেও
লেখেন বুঝি টুইটারেও
এমন যদি হয়,
বলবো আমি তাদের সবাই
লেখক সুনিশ্চয়।

মনেমনে ভাবতে থাকি
কথাশোনে কাঁপতে থাকি
আমি তবে ফেল,
তাদের মাঝে ভয় দাঁড়াতে
সোজা নয় এ খেল!

এরপর অনেক আইডি খুঁজি
লেখক খুঁজি আইডি বুঝি
লেখার মানও দেখি,
নিন্দাবাদের কমতি তো না
কমেন্টে যা সেকি!

তাদের তো না মাত্রাজ্ঞানও
নেইতো তাদের কাতরা জ্ঞানও
অশ্লীলতায় ভরা,
তাদের লেখন যা আছে সব
লবণ ছাড়া বরা।

আমি বলি বন্ধু শোনো
বলো তোদের বিবেক কোনো?
সুস্থ লেখন লেখো,
সুশিক্ষিত মানুষ যতো
তাদের আচার দেখো!

লেখতে হবে ভালো কিছু
বলছিনা তো মন্দ কিছু
করবে অভিমান!
আজই হতে সঠিক পথে
চালাও অভিযান।

১৩ মে ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-১২-২০১৮ ২০:১৯ মিঃ

কবিতাটি লেখকদের মনে প্রেরণা যুগাক এই প্রত্যাশা।