ভো ট!-দুই
- ফয়েজ উল্লাহ রবি
ভোট এসেছে ভোটের খেলায়
মাঠ হয়েছে গরম,
নেতারা সব চাচ্ছে যে ভোট
চোখেতে নেই শরম !
শীতের কালে ভোটের বাজার
চায়ের দোকান ভিড়,
সবাই-ই চায় এমপি হতে
প্রজা মুরীদ-পীর!
পাঁচটি বছর একটি বারই
যায় দেখা যায় নেতা,
ভোটের পরে আপন মনেই
গোছায় নিজের খেতা !
জয় পাওয়াটাই বড় তো নয়;
ধরে রাখাই বড়,
প্রথম হলেই থামে লড়াই
"মানব জীবন" গড়!
লড়াই করে হারার মাঝেও
অনেকটা সুখ আছে,
বিনা লড়াই জেতার মাঝে
পরাজয়টাই নাচে!
ডিসেম্বর ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।