ফুল ও পাখি -০৫
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত ২৫-০৪-২০২৪

চাঁপা ভাইগণ চামেলিদের সঙ্গে
মেলে ডানা জ্যোৎস্না নিশির অঙ্গে।
তাদের সাথে জোনাক জ্বলে মাগো!
আমায় দেখে বলছে সবাই ভাগো।

নাচ শেফালির হাওয়ার তালেতালে
টিউলিপে দেয় চুম যে তারই গালে।
হাস্নাহেনার ভাগ্যে এসে জোটে
রুদ্রপলাশ তার দিকে যায় ছুটে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।