তোমার দয়ার নেই অন্ত /হামদ/
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত

রব-রাহমান ওগো পরম দয়াবান/তোমার দয়ার নেই অন্ত,
সকল সমস্যার করো সমাধান/কৃতজ্ঞশীল এই মন তো।।

তুমি জানো আমার দীলের খবর/বিপদে বলো করতে সবর,
যখন ভেবে থাকি হৃদয় কবর/হৃদয়ে ঢালো নূরের নহর।
ওগো প্রেমময় অসীম অনন্ত/দেখাও সরল যেই পন্থ।।

তোমার কাছে সদা পাপের ক্ষমা চাই/তুমি বলো না তো পাপির ক্ষমা নাই,
আমার কৃত পাপের চাই রব মার্জনা/এইযে করজোড়ে বান্দার প্রার্থনা।
রব আমার গাফ্ফার ক্ষমার বাইরে রব ননতো,
হৃদয়ের রব এক আমি চাই তাঁর প্রেম ধন তো।।

তুমি তো বলো তুমি তো জাব্বার/পঙ্কিলতায় চাই তুমি হও গাফ্ফার,
মনের কলুষতা তুমি করো দূর/পাপ সায়রে ডুবে ভেসেছি সুদূর।
নির্জন এইমন ঘোরে বনবন তো, আমায় করে দাও সন্ত।।

১৪ ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।