জন্ম কে সার্থক করতে দাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম
১.
গতকাল থেকে আমার মনটা ভালো নেই
ঝাকড়া চুল,শাহী গোঁফ, দাঁড়ি
গলার মালা,হ্যাতের ব্রেসলেট
কিছুই নেই।মাতার আদেশে
হ্যাতের ব্রেসলেট , গলার মালা খুলে রেখেছি
নরসুন্দরের দোকানে গিয়ে ঝাকড়া চুল,দাঁড়ি হারিয়েছি সব চেয়ে বেশি কষ্ট পেয়েছি শাহী গোঁফ হারিয়ে
অষ্টাদশী কন্যারা আমায় দেখে মোহিত হয়েছিল।
আজ মুখে দাঁড়ি নেই
শাহী গোঁফ নেই অষ্টাদশী কন্যা সম্প্রদায়ে
নিজেকে কেমনে জাহির করবো
তা ভেবে পাচ্ছি না অবিদিত
নিজেকে বড্ড বিশ্রী মনে হচ্ছে।
অনেক অষ্টাদশী কন্যা আমার ছবি চাচ্ছে
অনেকে আবার আমার সঙ্গে দেখা করার জন্য
উন্মাদ হয়ে আছে
কখন আসবে কবি।
২.
মাতা আমার পাণিপীড়ন শেষ করার জন্য
তাগাদা দিচ্ছে,
কনে পক্ষ সন্দর্শন
করেছে।
আমি বিবাহ করবো না মাতা
এখনো বাংলাদেশ,বিশ্বব্রহ্মাণ্ডের
মানুষদের কিছু উপহার দিতে পারিনি,তাদের জন্য কিছু করতে পারিনি এখনো অচলায়তন সমাজের দ্বার ভাঙ্গতে পারিনি।
আমার জন্ম কে সার্থক করতে দাও,
পাণিপীড়ন নামক জেলখানায় বন্দি করো না মাতা আমার সকল আশা কে ব্রাত্য করো না
সবে বাইশ বছর পাড়ি দিলাম তেইশ বছরে পদার্পণ করলাম।
আর একটু সময় দাও মাতা
তিরিশ বছর পেরিয়ে যাক তার পর না হয় পাণিপীড়নের জেলখানায় বন্দি করিও।
পুত্র সম্ভ্রান্ত বংশে
তোমার বিবাহ হচ্ছে, এমন সুযোগ কস্মিনকালেও আসবে না।
মাতা আমি অর্থের পাগল নই
অর্থ সম্পত্তির লোভ দেখিও না।
তুমি তো জানো মাতা
আমি আমার স্থাবর-অস্থাবর সমুদয় সম্পত্তি কবিতা,নিজেকে বিএলও'র জন্য উৎসর্গ করেছি।
তোমার সম্ভ্রান্ত বংশের রাজকন্যা
পারবে কি তার সমুদয় সম্পত্তি
বিএলও'র জন্য উৎসর্গ করতে
তবেই আমি পাণিপীড়ন করবো।
শুধু সম্ভ্রান্ত বংশের রাজকন্যা কেন মাতা
যে রাজকন্যা আমার সঙ্গে পাণিপীড়নে আবদ্ধ হবে তাকেই
নিজের সকল সমুদয় সম্পত্তি বিএলও'র জন্য উৎসর্গ করতে হবে অন্যথায় আমি আজীবন কুমার থাকবো।
মাতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইল
আর প্রলাপ বকেই চলছে
হে ঈশ্বর এ কেমন পাগল সন্তান দিলে আমায়....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৫-১২-২০১৮ ২১:৪৩ মিঃ
গতকাল থেকে আমার মনটা ভালো নেই
ঝাকড়া চুল,শাহী গোঁফ, দাঁড়ি
গলার মালা,হ্যাতের ব্রেসলেট
কিছুই নেই।মাতার আদেশে
হ্যাতের ব্রেসলেট , গলার মালা খুলে রেখেছি
নরসুন্দরের দোকানে গিয়ে ঝাকড়া চুল,দাঁড়ি হারিয়েছি সব চেয়ে বেশি কষ্ট পেয়েছি শাহী গোঁফ হারিয়ে
অষ্টাদশী কন্যারা আমায় দেখে মোহিত হয়েছিল।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।