বিজয় তুমি
- হাসান আল মাহদী

বিজয় তুমি লাখো শহীদের দেওয়া
অমূল্য রতন,
বিজয় তুমি লাখো মায়ের সন্তান হারানো
রিক্তের বেদন।

বিজয় তুমি ৫২ 'র গর্জে৷ উঠা যুবকের স্লোগান
"রাষ্ট্র ভাষা বাংলা চাই",
বিজয় তুমি মোরা বাঙালি একটাই পরিচয়
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান ভাই ভাই।

বিজয় তুমি শেরে বাংলা,মাওলানা ভাসানী,
সোহরাওয়ার্দী 'র হুংকার
বিজয় তুমি পাকিস্তানি দুঃশাসন'র গদি কে
করেছ চুরমার।

বিজয় তুমি রেসকোর্স থেকে ভেসে আসা
বঙ্গবন্ধুর সেই ভাষণ,
বিজয় তুমি শহীদ জিয়ার চোখে দেখা
বাঙালির নতুন স্বপন।

বিজয় তুমি শিল্পী জয়নুল এর রঙ তুলিতে আঁকা
স্বপ্নের প্রিয় স্বদেশ,
বিশ্ব অবাক তাকিয়ে রয় প্রাকৃতিক সৌন্দর্যে
যার রূপের নাইকো শেষ।

বিজয় তুমি আমার,তোমার,কোটি বাঙালির
রক্ত দিয়ে কেনা,
লাখো মা, বোন, শহীদের ঋণ কবু
শোধ করা যাবে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।