হারামজাদা
- মাহমুদুল মান্নান তারিফ - কাব্যরস

ঘুমের ঘোরে স্বপ্ন দেখি আজো
নিয়েছে ধরে হানাদাররা নারী,
চিনিয়ে দিছে এ নারীটার বাড়ি
হারামজাদা রাজাকার আনাড়ি।

ওই নারীকে বীরাঙ্গনা বলে
যে নারীটার দেশপ্রেম হৃদয়ে,
শত্তুরে সে হামলা করে চলে
ওই নারীকে স্বাগতম বিজয়ে।

একাত্তরে অনেক অবদান
নারীগণও করেছে অর্জন,
এঁদের বলি বীরাঙ্গনা-বীরা
একাত্তরে দিয়েছে গর্জন।

রাজাকারের নাম শুনলে এঁরা
কেবল এঁরা করতে চায় জেরা
নাম ঠিকানা ভুলেও না যে দেবে
নইলে এঁরা বদলা ঠিকি নেবে।

১৬ ডিসেম্বর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।