ফিরে এসো
- আবু নাছের জুয়েল
ভুলতে পারিনি,হয়তো পারবোনা
ফিরে এস তুমি অকারনে বলব না
আছ এ মনে প্রেমের বাঁধনে৷
জানি কষ্ট সুখে ভালো আছ
অভিনয়ে দিন কাটাচ্ছ
যদি কভু পথ হারাও
এপথেই ফিরে এস
আর একবার ফিরে এসে
আমায় শুধু ভালোবেস৷
তোমার পথে চেয়ে আছি
হাজার আলোর প্রদিপ জ্বেলে
তোমার পথে চেয়ে আছি
তোমায় আমি পাবো বলে
শূন্যতায় একা আমি
তোমার পথে চেয়ে আছি
শেষ বারের মতন তুমি
এবার আবার ফিরে এসো৷৷৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।