বন্দিজীবন ( স্তবক ০৬-০৮)
- মাহমুদুল মান্নান তারিফ - কাব্যরস ২৫-০৪-২০২৪

নিঃশ্বাসে প্রশ্বাসে পাই অতি কষ্ট,
বিশ্বাসে অনিবাসী তাই গতি নষ্ট।
নির্ধুম শিবিরে
নির্ঘুম তিমিরে
দেহলিও হাতছাড়া মতিগতি ভ্রষ্ট,
রাতজাগি সন্দেহে নই ব্রতী স্পষ্ট।

সংশয়ে দেহে শিরা-উপশিরা স্তব্ধ,
সংকটে নাকরেও উপোষীরা শব্দ।
নিশ্চুপ একদম!
শঙ্কাতে হ্যাকদম!
সারহীন বকাঝকা-কথকতা জব্দ,
অজ্ঞানে ছাড় যা তা সজ্ঞানে লব্ধ।

স্থিতিশীল না যেহেতু বাজিয়েছি ডঙ্কা,
অস্থির হ্যাঁ সেহেতু সাজিয়েছি লঙ্কা।
চোখ বলে লজ্জা!
শোক দলে মজ্জা,
নাশী ফুলসজ্জাও কষি দূরে তঙ্কা,
অসহ্য সমীরণে বুকে ঝড়ঝঙ্কা।

ক্রোধহীন মন সয়-দাঁত তবু কড়মড়!
বোধহীন জন কয়-যদি ঘর নড়বড়।
পাকাগেহ স্বর্গও!
কাঁচাগেহ মর্গও!
না অসার স্বরজ্বলে-সমীরণে মড়মড়,
হ্যাঁ খসার ঝড়জলে অন্তর ধড়ফড়!

কাপুরুষ নাম্বারে বাটপাড় একত্রিশ,
না পুরুষ হাম্বারে পাঠ কার দেখছিস?
যদিবা সে মাস্টার,
সমও না ডাস্টার,
গুণেছিস তোর করা ভুল কতো ছত্রিশ?
মুখে চড় মেরে দিবো ফেলে দাঁত বত্রিশ।

০৮, ০৯ ও ১৫ ডিসেম্বর ২০১৭
( দ্বিতীয়বার প্রকাশ FBতে)
(১০,১১,১৭,২০ সেপ্টেম্বর২০১৬এফবি)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।