ভালবাসা অবুঝপনা
- হাসান আল মাহদী
তুমি কি দেখেছো কবু অবহেলার শহরে
পড়ে থাকা কোনো মানুষ,
দেখেছো কি কবু বাস্তবতার ভীড়ে
হারিয়ে যেতে কোনো প্রিয় মুখ।
নিত্যদিনের দিনলিপি তে কত না অজানা
ঘটনা ঘটে যায়,
শুধু দূর থেকে দেখে সবাই আর আফসোস করে
কাছে আসেনা হায়।!
তুমি কি দেখেছো কবু না পাওয়ার
দুঃখের পরিমাণ কত??
তাকে দেখো, যে পাইনি তার প্রিয়ার সঙ্গ
চেষ্টা করেও শত।
ভালবাসা অবুঝপনা শিশুর মত
শুধু দুঃখ দিতে জানে,
এই দুঃখের মাঝেও এক অন্যরকম প্রশান্তি
একথা সবাই মানে।
তুমি কি দেখেছো কবু কাছে পেয়ে
হারিয়ে ফেলার ব্যথা,
সেই ত জানে -যেই এই পথের পথিক
শুধু শুধু নিরবে কাঁদা।
ভুলে যাও অতীত এর গ্লানি
কাছে রাখো প্রিয়জন,
আর এভাবেই কাটুক তোমার
সারাটি জীবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।