সেই কন্ঠস্বর
- বিদায় বেলা - স্নিগ্ধতার পরশ ২৩-০৪-২০২৪

ভালোবাসা জন্মেছিলো
তুমার সরলতায়,
হৃদয়ের গহীনে স্পর্শ করেছিলো
তুমার অবুজ কথায়,
কথার মাঝে ছিলো অসম্ভাব্য আর্ট
যেনো যৌবনে এসে ও
শিশু কালের ধ্বনি সেই কন্ঠস্বর
আজ ও আকড়ে ধরে রেখেছো,
ঐ মিষ্টিভাসি গলায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।