পরিপূরক সাথী
- অরুণ কারফা
আমরা দুজনে
তাকাইনা পিছনে,
যা গেছে তার কথা
স্থান দিই না মনে,
সামনের দিকে দেখি;
দেখিনা কখনো
মিথ্যে স্বপ্ন,
মূল্য নেই যার
জীবনেতে কোন,
বাস্তবেই পা রাখি।
আমাদের মাঝে
মিল নেই কোন,
তবু একসাথে
বেশ আছি জেনো,
অনেকে হয় আশ্চর্য;
দুজনে দুজনকে
উপভোগ করি,
একের ভুল
অন্যে তুলে ধরি,
এমনই আমাদের ধৈর্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।