বৃষ্টির রাতে
- হাসান আল মাহদী
শীতের এই রাতে অসময়ে
শুরু হল বৃষ্টি ,
রিমঝিম ছন্দে জিড়ি জিড়ি বাতাসে
দূরে ত যায়না দৃষ্টি।
এমন মধুর সময়ে মনে পড়ে
প্রেয়সীর কথা,
জানি সে দূরে তবুও বাড়ে
কাছে পাওয়ার আকুলতা।
বৃষ্টি বৃষ্টি টিনের চালের জুম জুম
শব্দে বাড়ে শিহরণ,
শুধু ভেবে যায় কল্পনার জগতে
দেহে আসে জাগরণ।
আজ ভিজতে চাই শুধু ভিজবো
এই বৃষ্টির রাতে,
হে প্রেয়সী থেকোনা আর দূরে
চলো ভিজি একসাথে।
রাঙ্গুনিয়া ৩ পৌষ ১৪২৫
১৮/১২/২০১৮ মঙ্গলবার
১০ টা ৩৬ মিনিট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।