ক্ষনিকের প্রতিক্ষা
- লুৎফা বিনতে ইসমাইল

ও প্রিয়,আমার এ জীবনে চাই যে তোমায়
ক্ষনিকের দুনিয়ায় আছি হায় প্রতিক্ষায়।।
তুমি কাছে আসার আশায়
আছি তোমার ভালবাসায়।।
তুমি সেই তুমি ই বলে বেসেছি ভালো
আমার এ জীবনে তুমি জ্বা জ্বালিয়েছ আলো।।
সারাজীবন তোমার পাশে পাবে গো গো আমায়।।
ক্ষনিকের দুনিয়ায় আছি তোমার প্রতিক্ষায়।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৬-০৫-২০২০ ২০:৩১ মিঃ

ক্ষণিকের জিবনে আশায় আছি তোমার

১৪-০১-২০১৯ ২০:৩২ মিঃ

ধন্যবাদ #বিদায় বেলা

২০-১২-২০১৮ ০২:১৯ মিঃ

দারুণ