দলে যাই বদজন
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত
কেউ ভাবে শত্তুর কেউ ভাবে সজ্জন
কেউতো বা বদ্দুর পুরীষেরে মজ্জন।
প্রাণভীত যন্ত্রণে
অবসিত মন্ত্রণে
ব্যথা লাগে তন্ত্রণে - দলে যাই বদজন
ভাষারসে ঝাল দিয়ে মলে যাই পথজন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।