প্রেমের দু'টি ছন্দকবিতা
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত০১.প্রাণের ললনা তুমি ভালোবেসে - সদা হেসে হেসে হৃদয় করেছো - আমার প্রশম না করে ছলনা - প্রাণের ললনা প্রেমেই ভরেছো, হৃদয় প্রথম। করেছো সজীব কবির জীবন হয়েছে কবির জীবনুদ্দীপন।। তুমি তো পূরবী - ছড়িয়ে সুরভী ঘেরাণে ভরেছো, আমার আলয় সুবাসে তোমার - প্রোজ্জ্বল আমার পরাণ হয়েছে, তোমার আলোয় আমি পেয়েছি তোমার সৌরভ তোমাকে নিয়ে আমার গৌরব। আমার সুকেশা - তোমার সুবেশা আমাকে করেছে, অতি বিমোহন তুমি যে অচিনা - অতিথি নবীনা তোমার জীবনে, অতি বিনোদন। তুমি যে আমার জীবনের সাথি উচাটন মনে জ্বালিয়েছো বাতি। ১৬/০৯/২০১৬ ০২.বলবে সখি! ফাগুন হাওয়া বাসতে ভালো বলে গেলো, সে গুণটা কী তোমার মাঝে খোঁজে পেলো! জানতে চাচ্ছে হৃদয়খানা বলবে সখি, ভাবছি মনে নীরব একা বললো ওকি? মনটা দিয়ে শুনতে তুমি বসবে কাছে! তোমাতে কী আমার প্রেমের কমি আছে? তারপরেও বললো কেনো ফাগুন এমন! বলবে সখি তোমার মাঝে সেগুণ কেমন! ২৪/০৯/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।