কবিতাসমষ্টি তারিফ০১
- মাহমুদুল মান্নান তারিফ - লিমেরিক (নির্বাচিত কাব্যগ্রন্থ) ১৯-০৪-২০২৪

মাহমুদুল মান্নান তারিফ৪০০১ (০১-০৫)
লিমেরিক তারিখ০৭০৯২০১৬
০১.
হস্ত থেকে নয়তো দূরে আঘাত পারি করতে
তবুও মন চাচ্ছেনা যে তোমার সাথে লড়তে
হস্তে তোমায় মারবোও না
খুব সহজে ছাড়বোও না
তোমার দ্বেষে তুমি মরো যাবো কেন ধরতে?
০২.
কৌশলে তুই পাঞ্জা ধরে নিবি কী জিত বোকা?
সম্মুখে আয় বীর যদিবা কেন যে দিস ধোঁকা?
বলে থাকিস সিংহমানব
জানি তুইতো হিংস্রদানব
সভ্যজগৎ জানে তুইতো মানব না বিষ পোঁকা।
০৩.
কাব্যভাষার অগ্নি দিয়ে শরীরটা তোর পুড়ি
তারপরও তুই পরতে যাবি পুরুষ হয়ে চুড়ি।
কাপড় পরিস নেংটা দেখায়
পথে চলিস ঠেংটা বেঁকায়
ঝগড়াটে তুই যখনি বা কথায় গালির ঝুড়ি।
তারিফ৪০০২ তাং০৯০৯২০১৬
ঈদেরগান Tarif'sSong1

কুরবানি কুরআনি ফুরকানি আহ্বান
ঈদ এলো বড়ো ঈদ আহ্লান সাহ্লান।
বিসমিল্লাহ পড়ে
পশু কুরবানি করে
আল্লা'কে খোশকরে সফল মুসলমান।।

খলিলুল্লা'র হাতে জবে জবিহুল্লা'
রবপাক চান শুধু যাচা'য়ের পাল্লা
দুম্বা স্বর্গীয় প্রাণী
মক্ববুল কুর্বানি
নির্দেশ রাহমানি পান রাসূলুল্লা'।।

ঈদ উজ্জোহা আস্সালাম মোবারক
স্বর্গের খোশ খবর দেন তবারক।।

তারিফ৪০০৩ তাং১০০৯১৬
বন্দিজীবন (০১-১১স্তবক)
০১.
দুর্ভর বেমানানে অচলন যকৃত,
দুর্বল বেসামালে প্রচলন সকৃৎ।
অবসান মুক্তির,
অবদান যুক্তির,
নির্দয় নিন্দিত বেখবর অস্মৃত,
নিশ্চল নির্জীব সে সবর অকৃত।
০২.
ফাটাছেঁড়া বুকখানা বিষাদিত নির্জল,
ময়লাটে মুখখানা বিকাশিত নির্মল।
কীসে মত করবার
কী সেপথ ধরবার?
সাধনার পথধরে ফলপাক নিষ্ফল,
প্রার্থনা প্রেমময়ে রবপাক দিস ফল!
০৩.
ভ্রান্তির জল্পনা শ্রান্তির আহারে,
শান্তির গল্প না ক্লান্তির বাহারে।
যে মুখেই সান্ত্বনা,
সে দুখেই ক্লান্ত না,
ক্লিশিতএ দেহরোগে বেদনার চাপা-রে,
দোলায়িত মনমথে চেতনার ছাপা-রে।
০৪.
অসুস্থ পান্থও --সস্তাতে বিশ্বাস,
বেষ্টনে ক্লান্তও, সত্ত্বাতে নিশ্বাস।
নির্জন ঝঞ্জায়
হৃদ্যের পঞ্জায়
আন্ধ্যার পাত্তাতে, আত্মার ফিসফাস!
সন্দেহ আত্মাতে, ভীত মনে বিষ চাষ!
০৫.
শতভুল ক্ষমাচায় কমা পায় কিঞ্চিত,
বাধা নেই শতগজে ধাঁধাখেই ইঞ্চিত।
মারপ্যাঁচে বন্দিও
কার শেষে সন্ধিও?
ফন্দিতে যার কড়া, সশরীর সিঞ্চিত,
যাচ্ছেনা আর ধরা, অশরীর শিঞ্জিত।
০৬.
নিঃশ্বাসে প্রশ্বাসে পাই অতি কষ্ট,
বিশ্বাসে অনিবাসী তাই গতি নষ্ট।
নির্ধুম শিবিরে
নির্ঘুম তিমিরে
দেহলিও হাতছাড়া মতিগতি ভ্রষ্ট,
রাতজাগি সন্দেহে নই ব্রতী স্পষ্ট।
০৭.
সংশয়ে দেহে শিরা-উপশিরা স্তব্ধ,
সংকটে নাকরেও উপোষীরা শব্দ।
নিশ্চুপ একদম!
শঙ্কাতে হ্যাকদম!
সারহীন বকাঝকা-কথকতা জব্দ,
অজ্ঞানে ছাড় যা তা সজ্ঞানে লব্ধ।
০৮.
কেউ ভাবে শত্তুর কেউ ভাবে সজ্জন
কেউতো বা বদ্দুর পুরীষেরে মজ্জন।
প্রাণভীত যন্ত্রণে
অবসিত মন্ত্রণে
ব্যথা লাগে তন্ত্রণে - দলে যাই বদজন
ভাষারসে ঝাল দিয়ে মলে যাই পথজন।
০৯.
স্থিতিশীল না যেহেতু বাজিয়েছি ডঙ্কা,
অস্থির হ্যাঁ সেহেতু সাজিয়েছি লঙ্কা।
চোখ বলে লজ্জা!
শোক দলে মজ্জা,
নাশী ফুলসজ্জাও কষি দূরে তঙ্কা,
অসহ্য সমীরণে বুকে ঝড়ঝঙ্কা।
১০.
ক্রোধহীন মন সয়-দাঁত তবু কড়মড়!
বোধহীন জন কয়-যদি ঘর নড়বড়।
পাকাগেহ স্বর্গও!
কাঁচাগেহ মর্গও!
না অসার স্বরজ্বলে-সমীরণে মড়মড়,
হ্যাঁ খসার ঝড়জলে অন্তর ধড়ফড়!
১১.
কাপুরুষ নাম্বারে বাটপাড় একত্রিশ,
না পুরুষ হাম্বারে পাঠ কার দেখছিস?
যদিবা সে মাস্টার,
সমও না ডাস্টার,
গুণেছিস তোর করা ভুল কতো ছত্রিশ?
মুখে চড় মেরে দিবো ফেলে দাঁত বত্রিশ।

তারিফ৪০০৪ তাং১১০৯১৬
লিমেরিক

শিখতে পারো স্বপ্ন ভাষা করিওনা হেয়,
বিষয় তথ্য মর্ম সত্য শব্দশৈলী জ্ঞেয়।
কাব্য প্রীতি নিরন্তর
মোচড়া মারে অন্তর
কীর্তন করি অনন্তর,সৃষ্টি যাঁর শ্রেয়।

তারিফ৪০০৫ তাং১২০৯১৬
লিমেরিক
(০১)
ফ্রিজের ভেতর মাংস সবই এটাই কী তোর কুরবানি?
স্বজন গরিব পায়না খেতে,মলিন তাদের মুখখানি।
ঈদুদ দ্বোহা তুই বধের?
বোতল খাবি তুই মদের?
গলায় বেঁধে কলসি তুই মর!ওরাই করবে কুলখানি।
(০২)
ধনী তোরে ধিক্কার দেবো তুই নিজে বল আর কত?
লৌকিকতা তোর মনে খুব আল্লা'তে কী শির নত?
তোর আবার কি আত্মদান?
তুই নিজে কে আদ্য জান?
মনের পশু জবাই করে কুরবানি দে মনমতো।
(০৩)
মুর্খলোকে যাই বলি সে আমার কথা লইবে না,
যতই তারে দেই উপদেশ তার মৃতহৃদ বইবে না।
মুর্খরে তুই ঠিক হয়ে যা
নইলে মনের ধিক লয়ে যা
তুই দিলেতো আঘাত ব্যথা,স্বজন-সুহৃদ সইবে না।

Mahmudul Mannan Tarif-1
TarifVolume1ab 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

MahmudulMannanTarif
২৬-১২-২০১৮ ০৭:৫১ মিঃ

জ্ঞেয়=জ্ঞাত

MahmudulMannanTarif
২৬-১২-২০১৮ ০৭:৫০ মিঃ

দ্বেষ=হিংসা

MahmudulMannanTarif
২৬-১২-২০১৮ ০৭:৪৯ মিঃ

হস্ত=হাত

MahmudulMannanTarif
২৬-১২-২০১৮ ০৭:৪৮ মিঃ

ঈদুদ দোহা=ঈদুল আযহা