অবসান
- শিশির খান - অবসর সাহিত্য পত্রিকা ২৫-০৪-২০২৪

আমি চলে যাবো শেষে,
কালের খেয়ায় ভেসে;
উদ্দেশ্য ঠিকানাহীন,
জানি থাকবো না চিরদিন।

জানি চলে যাবো একা,
পাবেনা কেউ আমার দেখা;
ফেলে যাবো সব পিছে,
ফুরাবে সব যাকিছু মিছে।

আমারে যারা বেসেছ ভালো,
জ্বালিয়েছ জীবনে সুখের আলো;
দোষ, ভুল যা থাকবে জমায়,
ক্ষমা করো তোমরা আমায়।

হয়তো ইচ্ছে কিছু রবে বাঁকি,
স্বপ্ন যা দুচোখে ছিলাম আঁকি;
আশার আলোও নিভে যাবে,
জীবনের সমাপ্তি কি এটাই হবে?

সামনে কি আছে আমার,
সুখ নাকি দুখ জীবনের ওপার;
করছি যতো ভুল এখন,
পাবো কি ক্ষমা ও দয়াময় তখন?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

SHISHIR_KHAN
১২-০১-২০১৯ ১৪:৩৩ মিঃ

জয় আহাম্মেদ ভাই অজস্র ধন্যবাদ।

Rabbi
১১-০১-২০১৯ ২০:১৮ মিঃ

চমৎকার,

SHISHIR_KHAN
১০-০১-২০১৯ ১৯:৫৯ মিঃ

জানি, একদিন এ জীবনের অবসান ঘটবে।