সেদিনো ভালবেসেছি
- শিশির খান - নীল কাব্য
যেদিন তুমি কুসুম কোমল সদ্য অনাবৃত
এক কলির মতো শিশু ছিলে,
আমি সেদিনো তোমায় ভালবেসেছি।
যেদিন তুমি ঊষালগ্নে রাঙা অন্তরীক্ষের মতো
কিশোরী বেলায় রাঙিয়ে ছিলে নিজেকে,
আমি সেদিনো তোমায় ভালবেসেছি।
যেদিন তুমি যৌবনের জোয়ারে ভরা উত্তাল
সায়রের মতো ষোড়শী হয়ে ভেসেছিলে,
আমি সেদিনো তোমায় ভালবেসেছি।
যেদিন তুমি ভাদ্রের ভরা পূর্নিমার মতো
পূর্ণ যৌবনে ভালবাসায় হৃদয় ভরিয়ে দিলে,
আমি সেদিনো তোমায় ভালবেসেছি।
যেদিন তুমি গোধুলী বেলার মতো যৌবনের
শেষ অধ্যায়ের পাতায় জীবন লিখবে,
আমি সেদিনো তোমাকেই ভালবাসবো।
যেদিন তুমি জীবনের সব রঙ ঝেড়ে ফেলে
ধুসর থেকে কালো আঁধারে হারাবে, জেনে রেখো
সেদিনো এভাবেই তোমায় ভালবসাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 11টি মন্তব্য এসেছে।
১০-০৩-২০১৯ ০৮:৩৪ মিঃ
মো: রাসেল মিঞা কবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হলাম। সর্বদা মঙ্গল কামনা করছি৷
১০-০৩-২০১৯ ০৮:৩২ মিঃ
হৃদয় পান্ডে কবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হলাম। সর্বদা মঙ্গল কামনা করছি৷
১০-০৩-২০১৯ ০৮:৩১ মিঃ
ব্লগার হাসান মাহমুদ কবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হলাম। সর্বদা মঙ্গল কামনা করছি৷

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।