লুকোচুরি
- সোহরাব হোসেন - ছড়ার জগৎ
মেঘে রোদে লুকোচুরি
মনের আড়াল মন,
হয়ে গেলে মুখোমুখি
কী আর করা তখন!
মিষ্টি মুখে অভিমানী
আয়ত লোচনে,
মেকি হাসি দিচ্ছে বলে
যাবে না আর সনে।
বেলা যত যাচ্ছে বয়ে
ঢং জুড়ালে ভারি,
ভাল্লাগে না! ভাঙ্গো প্রিয়,
বিষম তোমার আড়ি।
পতেঙ্গা, সোমবার
২৬ নভেম্বর, ২০১৮ ইং।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৬-১২-২০১৮ ২১:৩৬ মিঃ
প্রিয়জন যখন অভিমান করে থাকে, আর কিছুতেই তা ভাঙানো যায়না.... নিজের কাছে নিজেকে এত অসহায় বোধহয় আর কিছুতেই লাগেনা! এই অভিমানের প্রতিটা উপাদান-ই যেন বিষ মাখানো শেলের মতো কলিজায় গিয়ে বিঁধে.... এফোঁড়-ওফোঁড়।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।