দেইনা কি উপদেশ!
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা
করিনাতো রাজনীতি
করি শুধু কাজনীতি
নই কোনো দলীয়,
নুনখাই আমি যার
গুণগাই আমি তার
দলে মত বলিও!
একদম ভুল কথা,
লবঙ্গ তিত যথা
বুকব্যথা অবশেষ,
ভুল কথা শোধরিয়ে,
তারে দেই গুজরিয়ে
দেইনা কি উপদেশ?
না হেঁটেছি ভুলপথে
চাচ্ছিতো ফুল হতে
ছড়াতেও সৌরভ,
ভালো চায় মানুষে
কালো চায় ফানুসে
মানুষেই গৌরব!
রচনাঃ ২৯/০৯/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।