তুমি রবে নিরবে
- হাসান আল মাহদী
তুমি রবে নিরবে সাথী হয়ে
আমার চারিধারে,
তুমি বীনে সব শূন্য লাগে
বোঝায় কি করে!!?
কী দিবা কী রাত্রি হার ওয়াক্ত আকুল
তোমার তরে,
কাছে এসে ভেঙে দাওগো
বাধার দেয়ালটারে।
জানি হবে না কোনো দিনমিলন মোদের
এই ধরণীতে,
তবুও যে পাগলা মন সারাক্ষণ
চাইযে সঙ্গ দিতে!?
চাই শুধু কাছে, আরো কাছে চাই
আসো আমার তরে,
ওগো প্রেয়সী! কখনো ভুলিওনা
থাকতে পারিনা তোমায় ছেড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।