আগলে রেখো ভালবাসা
- হাসান আল মাহদী

কখনো কী ভেবেছ হঠাৎ যদি হারিয়ে যায়
নিরুদ্দেশ কিংবা মাটির ভুবনে,
তখন কী করবে তুমি?খুজবে কী আমায়!
নিরবে নিঃশব্দে এই জাহানে!?

প্রেম ভালবাসা বুঝিনা, চাই কাছে থাকো
শুধু এইটুকু জানি,
তুমি বীনে একলা মন-একলা মনে হয়
এই ক্ষুদ্র জীবন খানি।

যদি কখনো হারিয়ে যায় কোন অজানা কারণে
ফিরে আসার বাসনা রইবে মনে,
তুমি মনে রেখো,ভুলিওনা আমার স্মৃতিটুকু
স্ব-যত্নে তুলে রেখো তোমার হৃদয়কোণে।

আমি ছুটে আসবো বারে- বার তোমার পানে
যতক্ষণ দেহে থাকবে প্রাণ,
তুমি আগলে রেখো আমার ভালবাসাটুকু
কখনো করোনা ভালবাসার অপমান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।