নতুন বছর
- হাসান আল মাহদী
কালের গর্বে হারিয়ে গেল একটি বছর
শুরু হল নতুন এর আগমন,
নতুন বছরে পুরনো গ্লানি মুছে যাক
হোক আশার প্রতিফলন।
অতীত এর ব্যর্থতা নতুন দিনের পাথেয়
নতুন দিনের আশার আলো,
সব বাধা পেরিয়ে সফলতার চূড়ায় উঠে
নববর্ষ হোক সব চেয়ে ভালো।
এই মাটি, এই আকাশ,এই বসুন্ধরা
হোক পুরাতন, সম্মুখ এগিয়ে চলো,
নতুন বছর আনবো মোরা বিজয়
প্রেরণার আওয়াজ তু লো।
নতুন বছর নতুন করে জেগে উঠুক
জয় করার নেশা,
সকলের তরে শুধু রেখে যেতে চাই
আমার ক্ষুদ্র ভালবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।