নববর্ষ ২০১৯
- ফয়েজ উল্লাহ রবি
দেখতে-দেখতে কেটে গেলো
গোটা একটি বছর,
হিসেব কষে জীবন খেলার
আঠারো যে হলো পর!
আমার কাছে নতুন-পুরনো
বছর; নেই কোন ব্যবধান,
কাটছে জীবন নিজ গতিতে
দিবা-রাতি সমান-সমান!
গত কালের সকাল আর
আজকের সকাল
ঠিক একই রকম,
শুধু একদিন বয়স কমেছে!
আর কিছু নয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।