কবিতাসমষ্টি তারিফ০৪
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৬-০৪-২০২৪

মাহমুদুল মান্নান তারিফ৪০২৪ (২৪-৩২
তাং১০১০২০১৬
সয় না রে

ত্রিশটি বছর পার করেছি, বই পড়ে
জীবন চলবে বইয়ের জ্ঞানে? ভয় করে!
জ্ঞানপাপিদের মিথ্যাচরণ, সয় না রে
জ্ঞানপণ্ডিতের কেউতো বচন, লয় না রে!

সত্যজ্ঞানে কেমনে বাঁচি, মুখ বলে
মিথ্যাজ্ঞানে ভাল্লাগেনা, বুক জ্বলে!
দুঃখকথা বললেও কি? কেউ শোনে?
সান্ত্বনাতে এলে পরে, কেউ শো নে'!

শুভকালের সুহৃদগণ যে, অগণন
অশুভকাল সুহৃদগণের, প্রগমন!
এই সমাজে বিচার চলে, ধন দেখে
বিচার করে জ্ঞানপাপিগণ, মন দেখে।

সমাজনেতা ঘুষখোরেরা, ঠিক হলো?
চলে তারা সগর্বে যে, ধিক পেলো?
সমাজভরা বোদ্ধা কতো চুপ থাকে
ঘুণেধরা সমাজটাতে চোখ রাখে?

তারিফ৪০২৫ তাং১০১০১৬
চোখ কাড়ে মন

রূপ কালো হলেওতো চোখ কাড়ে মন
স্বর ভালো নাহলেও মন মর্জি ভালো
মন দিয়ে ভালোবেসে লভি মূলধন
মন মর্জি ভালো হলে সংসার আলো।

তারিফ৪০২৬ তাং১১১০১৬
হোসেনের আমামা

বিচ্ছেদ চেতনার প্রোন্নত শিরপাক।
শুহাদার দ্বার দিয়ে স্বর্গেই দিল যাক
লালে লাল কারবালা শহীদের রক্ত!
রক্তের মিছিলে যা' হোসেনের ভক্ত।

করলোভী সিমারের ভেঙে দে' গর্দান
এজিদের ঘাড় তোলে রঙ্গে দে' মর্দান।
আশুরার দিনএলে খোশহৃদ হন না
ক্ষোভে বুক যায় ছিঁড়ে অশ্রুর বন্যা।

মহরম এলো ফের লাল রবি মজ্জন,
আশুরার কার্বালা অসি ধর সজ্জন।
আল্লা'র নির্দেশ পেয়েছে এ উম্মা'
যুদ্ধের ময়দানে বলেছে কে ঘুম্মা?

দমসানো ময়দান,চারদিকে দুশমন,
তৃষ্ণার্ত আসগার,তড়পিতে হুঁশমন!
শেরলোক ক্রোড়সুখ শিশুবুক বিদ্ধ
বাচ্চায় জল নেই? তেজপ্রাণ সিদ্ধ!

শেমসের উত্থিত বীরমুখে তাকবির
নিঃশেষ দর্শনে যাক দেখা তাকদির

ফেরেশ্তা নিবেদনে আল্লা'র দরবার
কম্পিত দুনিয়াটা, পাঞ্জায় তরবার!
ফোরাতের তীরঘিরে যুদ্ধের দামামা!
ধর্মকে জেন্দায় হোসেনের আমামা।


তারিফ৪০২৭ তাং১৩১০১৬
খাঁচার ভেতর পথিকপাখি

পথহারা এক পথিকপাখি কান্না করে কান্না
এপথযারা চলেন তারা কেউত তাকে পান্না।
পরের ফাঁদে নীরবকঁাদে নয়নবারি ঝরায়
কাঁদছে শুধু দুঃখপেয়ে স্বঅভাবের খরায়।

পায়নাবাতি চলারসাথি পায়না যে ও অন্ন
মানবগৃহে পোষ্যপাখি নয়তো পাখি বন্য।
জীবনদুখের ক্লান্তি বয়ে পথহারিয়ে চলছে
দুঃখীজনে কেউনা ভাবে মন্দ শুধু বলছে।

খাঁচারভেতর একটিপাখি বন্দি সেতো বন্দি
যখনতখন উড়তে গিয়ে ফন্দি করে ফন্দি।
আমার সাথে ঐপাখিটার পাচ্ছিওরে মিলও
তারই কান্না অসহ্য হয় আমায় ছুঁড়ে ঢিলও।

তার কোনও চুক্তি আছে আমার সাথে যুক্ত
আদৌ মিছে তারপরও কী চুক্তি হতে মুক্ত?
ঐপাখিটা রক্তে মিশে আমায় দেখায় পান্থ
শয়ন-ঘরে দুঃখস্মরে করছে আমায় শান্ত।

ভারি ওজন করে বহন যুগের পরে যুগও
পাকড়া করে হঠাৎ তারে কাঠিন্য অসুখও।
ঐপাখিটার ইচ্ছে ছিলো মেলে ডানা উড়তে
দূর-আকাশে সুর-বাতাসে মুক্তমনে ঘুরতে।

তারিফ৪০২৮ তাং১৪১০১৬
অপ্রমাদ

অসহ্য যন্ত্রণা, মিথ্যা প্রবঞ্চনা
এই ভোরে ঘিরে অপবাদ,
বিস্মিত মন্তব্যে,তমসা গন্তব্যে
সেই ঘোরে কিরে অবসাদ!!
তিরিশে যতো অপ্রমাদ
সমাপ্তি ততো অপরাধ।

অতীতে সাত স্নান, গতিতে হৃদ ম্লান
তাজাপ্রাণে পাই অবসান,
ক্লিশ্যমান তিরিশে,ম্রিয়মাণ -ই বিষে
তবে কিরে ছাঁই অবদান?
তিরিশে যতো অপ্রমাণ
সমাপ্তি ততো অপমান।

নিরন্ন চিন্তিত, চিত্ত ঘিরিনিত
সইতে পারি কি অবিচার?
নির্দোষী সইবে ?অখ্যাতি বইবে?
হৃদয় - জবানে অস্বীকার!
বিবেকেরা শুধু নির্বিকার
চলে কেনো এতো নির্বিচার?

প্রশ্ন নিরুত্তর, চাইবো না উত্তর?
জমা থাক ক্ষতো ব্যথাঝুড়ি,
স্বর্গের অঙ্গনে,সজ্জন রঙ্গনে?
ক্ষমাপাক যতো কথাচুরি।
যাক না যে, চিত্ত মরি
বলি কিরে (আমি) শুনে স্মরি?

তারিফ৪০২৯ তাং১৫১০১৬
ফুলশিশু

ফুলশিশু দেখ চেয়ে - চাঁদ গোলগাল
রাতনিশি দীপ জ্বালে - পোক গোলমাল।
ঐপাশে হিমচাঁপা - লাল রঙ্গন
ঔবাড়ি লাল ছিল - কাল অঙ্গন।
কৃষ্ণচূড়ার ফুল - ফুটন্ত
খোকাখুকির ঘুম - টুটন্ত
এপাশে পলাশবন বাসা বুনে বক
সারারাত ডাকে তারা খকখক খক।

তারিফ৪০৩০ তাং১৫১০১৬
খাঁটি ফুল

চাঁদকে যদি দিই উপমা হেরে যাবে চাঁদও,
নিখুঁত জানি রূপ লাবনী যতোকিছু বাদও।
ফুলে যদি দেই তুলনা হবে জানি ভুলও,
ফুল নাহলে তারপরেও তুমি খাঁটি ফুলও।

তারিফ৪০৩১
না'তে রাসূল (সা) Tarif'sSong31

আরবের মক্কা নগর ধন্য হলো ধন্য হলো দুনিয়ার শ্রেষ্ঠ জমিন গণ্য হলো গণ্য হলো।
কালেমার বাণী নিয়ে কে এল ঐ কে এল
কুরানের বাণী নিয়ে কে এল ঐ কে এল।।

রাহমাত নাবী এল পথ দেখাতে জাহেলকে
অসত্য দূর করতে পথ চেনাতে গাফেলকে
আঁধারে নূরের বাতি কে বলতো জ্বালালো
ঐ আলোর প্রখরতায় অসত্যসব পালালো

ঐ আলো আমেনার ধন মুহাম্মদই শ্রেষ্ঠনাম
তাঁরই নূর বলল এবার মনেরযত ক্লেষ্টথাম।
মাদিনায় ঐ নবীজী সুনিদ্রিত খুব আরামে
দিদারের আশাবুকে জেন্দাগানী বেয়ারামে।

তারিফ৪০৩২
ছবি আঁকি বহু

তুলি দিয়ে ছবি বহু আমি যে গো আঁকি,
আঁকি ছবি গেলে দূরে মনে গেঁথে রাখি।
এসো কাছে ভালোবেসে ভরে দাও মন
একই মনে যাই মিশে একই তো দু'জন।

Mahmudul Mannan Tarif4
TarifVolume4gh 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।