কবিতাসমষ্টি তারিফ০৫
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৯-০৩-২০২৪

মাহমুদুল মান্নান তারিফ৪০৩৩ (৩৩-৪০)
তারিখ১৯১০২০১৬
শুদ্ধ হও

নিষ্ঠাকর্মে মনটা তোমার, শুদ্ধ হোক
বিষ্ঠাখাওয়া মনটাপাষাণ, রুদ্ধ রোক।
ছিটকেপড়া সব আগাছা, নাও ছেঁটে
হিংসা যত হৃদয় থেকে, দাও কেটে।

মন-দরজা সবার তরে, দাও খুলে
দুঃখকষ্ট যতো আছে, যাও ভুলে।
কৃত দোষ কি অন্যে দিয়ে, মুক্তি চাও?
মিথ্যা দিয়ে সত্য ঢাকার, যুক্তি দাও।

তারিফ৪০৩৪ তাং১৯১০১৬
//\\//\\//\\//
নবীর আদর্শ মেনেছে আমরা
তাঁর চরিত্র আল কুরআন
নবী চলেছেন আল্লা'র পথেই
আল্লা'র পথ দ্বীন-ইসলাম।

তারিফ ৪০৩৫ তাং১৯১০১৬
আত্মরক্ষায় সন্ত্রাসীরা?

বন্য যত হিংস্রপশু শিং আছে কি?শিং আছে
শিং দ্বারা সে মারতে পারে
ক্ষুর দ্বারা আছড়াতে পারে
মুখ দ্বারা উগলিতে পারে
এসব আবার গিলতে পারে
পঁচারক্ত মাংস খেয়ে প্রাণ বাঁচে কি?প্রাণ বাঁচে।

বনেরপশু বনদখলে দক্ষ বেশ কি?দক্ষ বেশ
বনদখলে ঝাপিয়ে পড়ে
মারতে পারে তারাও মরে
খাদ্য জমায় তাদের ঘরে
প্রাণপণে যে যুদ্ধে লড়ে
ঝাঁপটে ধরে যাদের ঘাড়ে শেষকরে কি?করে শেষ।

পশুর সাথে দিই তুলনা
পশুর মত যাদের কাজ
হাঁটুর নীচে দিচ্ছে কামড়
নেইতো কোনো শরম-লাজ।

মানবপশুর হিংস্র থাবায়
আগুন জ্বলে আকছাতে,
ফিলিস্তিনের পাক ভূমিতে
বসায় তারা ভাগ তাতে।

একবছর নয় দুবছর নয়
একযুগও নয় দু'যুগও নয়
অর্ধশত বছর পার
নিরপরাধ খাচ্ছে মার।

বিশ্ববিবেক চেয়ে দেখে কি? চেয়ে দেখে
মরছে কারা? নিরস্ত্রগণ
মারছে কারা?সশস্ত্রগণ
দেখছে কারা?আগ্রাসীরা
আত্মরক্ষায় সন্ত্রাসীরা?
সন্ত্রাস বলে তারা হেকে কি?তারা হেকে।

তারিফ৪০৩৬ তাং২০১০১৬
জাগ্রত হও

জালিমের শিকলভেঙে,(জাগ্রত হও/২বার)
আল্লাহর বাণীর প্রতি,(আগ্রহ হও/২বার)
কুরআন মালারূপে, (বুকে রাখো-২)
জিহাদের ময়দানে, (উচ্চে হাকো-২)

খালিদের তরবারি খান, (হাতে ধরো-২)
উমরের গলার আওয়াজে, (শব্দ করো+২)
বলোরে সর্বশ্রেষ্ঠ, (আল্লাহু নাম-২)
বলোরে কুরানখানা, (শ্রেষ্ঠকালাম-২)

কুরআনে জিহাদ বাণী, (স্পষ্ট আছে-২)
কতো আর সইবে গ্লানি, (শত্রু পাছে-২)
জাগরে জাগ মাক্কা, (জাগ মাদিনা-২)
জাগরে ওহ উম্মা' (ভয় পাবিনা-২)

আরবরা বিভোর ঘুমে, (কি হলোরে-২)
জাগেনা আর জাগবিনা? (কি বলোরে-২)
মুসলমান জ্যান্ত কি না? (গেছে মরে-২)
কেনোরে অমুসলিমের, (প্যাঁচে মরে-২)

তারিফ৪০৩৭ তং২১১০১৬
সজ্ঞান জব্দ

নির্বাত গেহে বাস, অজ্ঞান লব্ধ
নির্গৃহ প্রাণ নাশ,সজ্ঞান জব্দ।
তমিস্র যৌবন,অকেজো জঙ্গম
দূষিত আত্মার,বিমিশ্র সঙ্গম।

নির্ঘুম নির্জন, ষষ্টিক সংকেত
প্রাক্কাল সক্ষম, অক্ষম বনক্ষেত।
উদলা গা হ্যাঁ,লজ্জার যম যম
উ-দম যা-হা,উদ্ভ্রম দম দম।

সঞ্চয় পয়সার,দপদপ চিত্ত
চিত্তের কদভ্যাস,টপটপ নিত্য।

তারিফ৪০৩৮ তাং২১১০১৬
পাথরে ফুল ফোটে কি?
মর্মে ফোটে কর্মে ভালো,
হ্যাঁ তবে ফুল ফোটে না,
অঙ্গে দাগি রঙ্গে কালো।

এওতো বাজিমাত না,
দাগি আত্মা পাপিই আত্মা
করিনা পরিতাপ হ্যাঁ
পাপি আত্মা পায়নি পাত্তা।

নিভৃত মন গভীরে
গুপ্ত আস্পদ সুপ্ত জমা,
বলিনি জন সুধীরে
ধন্য হউক গণ্য ওমা!

বিহত বিশ্রদ্ধ যা
বুদ্ধি করি শুদ্ধি কিরে?
কি হতো বিস্ময়ে হ্যাঁ
কাঁশ্তে হবে আস্তে ধীরে!

তারিফ৪০৩৯ তাং২১১০১৬
পৈশাচী বেমায়া

বিত্তে লাথি মারি, চিত্তে যার অহঙ্কার,
কমাত্মা বদাত্মা, বিত্ত তার অলঙ্কার।

কমবখত পাপিষ্ঠও,মূর্খ পাষণ্ড।
বদনফছ প্রেতাত্মাও,লাথিই দণ্ড।

দোস্তের দুশমনও,পৈশাচী বেমায়া,
বিষ্ঠার স্তূপ-ঝুপও,মালিন্য বেহায়া।

আত্মীয় সুহৃদের,চোখের বালি সে,
বিতৃষ্ণা পোক বাঁচে,বিষের মালিশে।

অজ্ঞাত নরাধম, স্বীয় পাপ কর্মে
নৈরাশা কৃপণের,মর্মে তার ধর্মে!

সময়ের ব্যবধান, তদ্দণ্ডে ঠিক হও,
উপদেশ শোনবেনা!তদ্দ্বারা ধিক লও।

তারিফ৪০৪০ তাং২২১০১৬
শত্রু-মিত্রে ভাব জমেছে

দুশমন ডাকে দোস্ত বলে দোস্ত বলে দুশমন
খোশমনে খুব শান্তি লাগে সান্ত্বনাতে হুঁশমন
মসি দিয়ে যেসব লিখি উঠছে গড়ে ছন্দ
অসি দিয়ে চাইনা লড়াই ছন্দ মুছে দ্বন্দ্ব।

দুশমন যারা দোস্ত সেজে করছে গলাগলি
তারা আমি করছি মিলে প্রেমেই ডলাডলি।
কজন বলে স্নেহভরে মুখখানা তোর গোলগাল
নজন বলে করিসনা রে শত্রুতে তুই গোলমাল।

শত্রু-মিত্রে ভাব জমেছে সবার আমি প্রিয়,
তাদের বলি মরার পরে সবাই দোয়া দিও।
কৃতত্রুটি ক্ষমার চোখে,নিও আমার দেখে,
বাঁচি ভবে কদিন যেনো চাচ্ছি দোয়া লেখে।

ফেরেশ্তা না,মানুষ আমি,মানুষমাত্র হয় ভুল,
জীবনকর্ম শূন্য পেলে বলবেনা মানব ফুল।
পাপেভরা জীবন-কর্ম অভিশাপ এ বান্দায়
দয়াময়ের কাছে যেনো না যে পড়ি ধান্দায়।

Mahmudul Mannan Tarif5
TarifVolume5ij 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।