কবিতাসমষ্টি তারিফ০৬
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৫-০৪-২০২৪

মাহমুদুল মান্নান তারিফ৪০৪১ (৪১-৪৮)
তারিখঃ ২২১০২০১৬
সুপারিশ চাই

হাশরের ময়দানে,
পড়ে গেলে পেরেশানে,
হে প্রিয় রাসূল!
কুল পাবো আমি কার?
সব জানি যার যার,
নবী ও রাসূল।।

গাজি ও শহিদগণ,
উলামা ও ওলীগণ,
যাঁরা নেককার,
কতেককে তাঁরা নিবে,
তাঁরা কি আমাকে নিবে?
আমি বদকার।।

পাপীতাপী উম্মত,
আল্লাহর কম্বখ্ত,
সুপারিশ চাই,
পাপী উম্মত তবু,
বলোনা মোরে কভু,
শাফাআত নাই।।

তারিফ৪০৪২ ২৪১০১৬
তেজময় অসময়

তৃষ্ণাতুর-ক্ষুধাতুরে ছটফট প্রাণ,
তেজময়-অসময়ে ঝটপট ঘ্রাণ!
সয় জয়ী হয় মনে, ভুলে ধুকপুক,
জয় ক্ষয়ী ভয় ক্ষণে মূলে ধুকধুক।

অপ্রভায় অসহায় নিজগৃহে বাস
নিরাধারে নিরাহারে নির্গৃহে নাশ
অবসাদে অপ্রমাদে ধৈর্য্যের গুম?
বেদনায় তেজ নায় শৌর্যের ঘুম!

নিশ্চুপে নির্লোভে নিস্তার লোপ
বন্দির সন্ধিতে - বিস্তার কোপ!
ক্রন্দনে প্রকাশিত অক্ষির নীর
বন্ধনে সকাশিত, পক্ষীর ভিড়।

অন্ধের দ্বন্দ্বে কী জয় দূর হয়?
মন্দের স্কন্দে কী জয় স্বর সয়?

তারিফ৪০৪৩ ২৬১০১৬
ডাকি ওগো রব

তোমার নামের রশি ধরে ডাকি ওগো রব,
সকাল -সন্ধ্যায় করে দেখি পাখি কলরব।
আল্লা' তো তোমার জাতি নাম
আরো আছে সিফাতি নাম,
প্রভু বলে ডাকি নাকো,বলে ডাকি রব।

ভোরের আযান শোনে ডাকে কুক্কুরুকু স্বরে,
তোমার নামে মজা পেয়ে মোরগ ডাকে ভোরে।
আল্লা' তোমার নামে ঘুমায়
নামে তোমার রাত্রি পোহায়,
ঊষার সুরুজ জ্বলে ওঠে পূর্বাকাশের দোরে।

তোমারি নাম জপেজপে বাগানে ফুল ফোটে,
বর্ণে লেখা নাম সোনালি চুমু খাই যে ঠোঁটে।
কুরআন মাজিদ তোমার বাণী
তোমার বাণী তাই বেশ মানি,
মানেনা যে তোমার বাণী, হৃদয় জ্বলে ওঠে।

সাগর-নদী তোমার নামে করে কলতান,
জোয়ার-ভাটা করে থাকো তুমি বহমান।
অসীম উচ্চ সুনীল আকাশ
ছড়ায় শান্তি সুশীল বাতাস,
তোমায় ডাকে আদেশ মানে ওগো রহমান।

তারিফ৪০৪৪ ২৮১০১৬
সোল্লাসে হাসি

সৃষ্টিসুখের উল্লাস মনে, সোল্লাসে তাই হাসি,
গিরি-সঙ্কট, দুর্গমপথ পায়ের আঘাতে নাশী।

সাত-সাগরের মহাতরঙ্গ স্তব্ধিত হাকি শোনে,
আসাদুল্লা'র অনুচরগণ আজও সক্ষম রণে।

বদর-ওহুদে দেখেছি তাদের শক্তিমত্তা কতো,
বীর-মুজাহিদ করেনি তাদের উন্নতশির নতো।

তাবুক, মুতায়, মক্কা বিজয়ে, দুর্দান্ত শমসের,
বিচ্ছেদ করে অসংখ্য শির, পাষণ্ড বদদের।

তারিফ৪০৪৫ ২৯১০১৬
হে দয়াময়! দয়াকরো

অশেষ প্রয়াস আমার সদা সত্যপথে চলতে
শক্তি দিও আমার খোদা অসত্যকেই দলতে
না করতে যে পুণ্যকর্ম, দিচ্ছে বাধা শয়তান
তার বিপক্ষে যুদ্ধরত না করো যে ভয় দান।

ঐ পৃথিবীর মায়া-মোহ হাতছানিতে ডাকছে
অনুভবেই অন্তরাত্মা তোমার ভয়েই কাঁপছে
হে দয়াময়!দয়াকরো তোমার অবুঝ বান্দায়
না ঝুঁকে যে হৃদয় আমার দুনিয়াবি ধান্দায়।

কদিনের এ ভুবন মাঝে প্রাণের আশা দ্ব্যর্থ,
ইহকাল ও পরকালের, সকল আশাই ব্যর্থ।
সোজাপথে চলতে আমায় দিও খোদা শক্তি
আমি যেন সঠিকভাবে তোমায় করি ভক্তি।

শূল করেছি চক্ষুযুগল সব ঝরিয়ে জল-ঢল
হচ্ছে মরু হৃদয় শুকে তারমাঝে না জলটল
বালশের উপর মাথারেখে যা ভেবেছি অদ্য
বিবেক বল্ল ওরে বেবাক!ঠিক হয়ে যা সদ্য।

হে দয়াময়! আমি পাপি চাচ্ছি মাফই কর্মের
গোপন যত লোকারণ্যে তোমায় তত শর্মের।

তারিফ৪০৪৬ ২৯১০১৬
ইয়া রাসূলাল্লাহ!সালাত ও সালাম

সায়্যিদুল মুরসালিন,শাফিউল মুজনাবিন
খাতামুন নাবিয়্যিন,ইমামুল মুত্তাকিন
সাল্লাল্লা' আলাইহে, রাহমাতে আলাম
ইয়া রাসূলাল্লাহ!সালাত ও সালাম।।

আল্লাহ যদি তোমায় না করতেন সৃষ্টি
জমিন ও আসমান, না করতেন সৃষ্টি।
আদমের পয়দা, তোমারি জন্য
আদমের সন্তান, তুমি যে ধন্য
তুমি নিয়ে এলে খোদারই কালাম
ইয়া হাবিবাল্লাহ সালাত ও সালাম।।

শামসুদ দ্বোহা,বাদরুদ দোজা
তোমার জীবন,সরল সোজা
নূরুল হুদা,হাবিবে খোদা
আল্লা'র প্রেমে,তুমি না যুদা।
আসসালাতু ওয়াসসালাম
আসসালামু আলাইকা আসসালাম
ইয়া রাসূলাল্লাহ!সালাত ও সালাম
ইয়া হাবিবাল্লাহ!সালাত ও সালাম।।

তারিফ৪০৪৭ ৩০১০১৬
মুনাফিক সমাচার

নূরনবীজীর প্রশংসাতে
মুনাফেক তোর মন জ্বলে!
হাশরমাঠে তাঁর শাফায়াত
পাবি বল্ রে কোন বলে?

জাহান্নামের সবচে নীচের
স্তরে হবেই তোর নিবাস
পাক কুরানের সত্য ভাষ্য
প্রমাণ বড়ো আর কি চাস?

তোর মাঝে নেই নবীর সুন্নাত
নবীর প্রতি সঠিক ভাব
বল্ কি করে মানবিরে তুই
মহান রবের সঠিক ধাব?

তারিফ৪০৪৮ ০১১১২০১৬
ভেদাভেদ

নাস্তিক ও আস্তিকে নেই বুঝি ভেদাভেদ
বিশ্বাস অবিশ্বাসে সোজাসুজি জেদাজেদ।

কোপিত ও মোহিত, একসাথে না মিশে
কোপিতের গানশোনে কামাত্মা রাবিশে।

রাগিত ও শাণিতে পায় জ্ঞানী গড়মিল
দুইটার ভাষা একই নাকি আছে স্বরমিল?

Mahmudul Mannan Tarif6
TarifVolume6kl 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।