কল্পনায় ভেবে যায়
- হাসান আল মাহদী ২০-০৪-২০২৪

অপেক্ষামান সময়টা কাটেনা কোনো ভাবে
বসে থাকি তার বিরহে,
কল্পনার কালিতে তার ছবি অাঁকি অকপটে
একাই নিজে নিজে।

ইচ্ছে করে দূরের ঐ পাহাড় টার চূড়ায়
গড়ে তুলি ছোট্ট ছনের ঘর,
আমার সুখের রাজ্যে তুমি মহারাণী
আমি তোমার বর।

মিষ্টি প্রভাতে ভাঙবে ঘুম
দেখবো চন্দ্র মুখ,
আদর করে বলবে তুমি "এই উঠো উঠো
এবার দাওনা চায়ে চুমুক।"

বিরান মাঠে কৃষি কাজে কড়া রোদে
যখনি পুড়বে গায়ের চাম,
ব্যাকুল হয়ে খুজবে তুমি,আঁচলে মুছবে
আমার চোখের ঘাম।

ইচ্ছেটুকু কল্পনার জগতে এভাবে ভেবে যায়
কিছু পাই বা না পায় শুধু ভালবাসাটুকু চাই।

যদি এমন হতো তোমার চোখের দিকে তাকিয়ে
জনম জনম কেটে যেতো,
কিছুটা হলে প্রশান্তি পেতাম এই ব্যর্থ হৃদয়ে
মুছে যেতো সব অপূর্ণতার ক্ষত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।