শিশিরাক্ত হৃদয়ে
- তানজির উদ্দিন - অশুভ ছায়া

হৃদের আগল খুলে দে খুলে দে
ও আনত রবির আগত দিনক্ষণ
আজি দুয়ার খুলে দে খুলে দে
দেখি তোর অস্থির হৃদের রণ
ওরে আজি রণ রণ উত্‍সব জাগিছে হৃদের পরে
নব নব গানে প্রীতি উত্‍সব জাগিছে হৃদের পরে
ঊষার মাঝে জাগিছে নব নব প্রেরণা প্রাঙ্গনে
হারাইছে শিশিরাক্ত দিনের অন্তিম রূপ ক্ষণে
এ মোর হৃদে
এ মোর আদতে
বিধির তরে ঝরিছে হৃদয় লোচনা
ছুটিছে নব নব গানে এ নব উন্মনা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।