নিছক গল্প নয়
- অরুণ কারফা
মধ্যবিত্তদের নিয়ে গল্প একটা
লিখছি যার তুমি মধ্যমণি
আমাদের জীবনশৈলীর মতই
শেষ অঙ্ক তার মেলাতে পারিনি।
অর্থাভাবে দ্বন্দ্ব যত তাতে
ছন্দ ঠিক যেন ততটাই কম
মনঃক্ষুণ্ণ তাই তুমি সেখানে
আমার মনে নেই কোন ভ্রম ।
তবুও সেই গল্পখানা
একদিন আমি করবই শেষ
যদিও মধ্যবিত্তের জীবনে
অভাব থেকে হয় ক্ষোভ বিদ্বেষ।
মিলন আমি ঘটাবই তাতে
কারণ আমি মনে করি
ইচ্ছা থাকলেও অভাবের মাঝে
ভালবাসার স্বর্গ গড়তে পারি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।