বিধাতার উপহার
- শিশির খান - কাব্যিকা
সুন্দর হে রূপের রাণী
তুমি সুন্দর তম হে,
ধরিত্রী মাঝে তিলোত্তমা তুমি
সয়ং ধরিত্রী তা কহে।
এক রূপে সহস্র রূপ
রূপের নেইকো শেষ,
বসন- ভূষণে সাজ-সজ্জায়
চির শুভ্রতার উন্মেষ।
কখনো আকাশে রূপালী চাঁদ
কখনো ফুলের সমাহার;
কানন-গিরি, ঝিল, ঝর্ণাধারা
কখনো তুমি গীতাহার।
সহস্র রূপে গড়েছেন তোমায়
শুক্রিয়া জানাই বিধাতার,
সহস্র পূণ্যে শুধবে না ঋণ
এযে বিধাতার উপহার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।