অন্তর বাসিনী
- শিশির খান - কাব্যিকা
স্মরণে স্মরণে খুঁজি বারেবারে
নয়নের সিমায় বুঝি পাই তারে,
মিথ্যে আমি, মিথ্যে সকল আশা
তারে ছাড়া মিথ্যে সব ভালবাসা
দেখবনা এ শূন্য ধরা এই চোখ বুজি
ওমনি তারে হৃদয় মাঝে পাই খুঁজি।
চেয়ে চেয়ে পথ যখন ফুরায় বেলা
শুরু হয় আলো আঁধারের খেলা,
বৃথা যৌবন, বৃথা এ জীবন যাপন
বৃথা সব তারে নিয়ে দেখা স্বপন।
ক্লান্ত বদন, ক্লান্ত আঁখি যখন বুঁজি
ওমনি তারে হৃদয় মাঝে পাই খুঁজি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।