তৃষ্ণা
- শিশির খান - কাব্যিকা

তোমার হৃদয়টা জানি কঠিন নয়
এক টুকরো বরফ মাত্র,
আমি তাতে ভালবাসার তাপ
দিয়ে যাচ্ছি দিবা-রাত্র।

কিছু সময় পার হয়েছে জানি
আরো কিছু সময় লাগবে,
যে ভালবাসা জ্বালিয়েছি মনে
তার উত্তাপ আরো বাড়বে।

অপেক্ষায় আছি এখন আমি
এ অপেক্ষার অবসান হবেই,
যে বরফের হৃদয় তোমার আছে
নিশ্চয় তা একদিন গলবেই।

হৃদয়ের বরফ তোমার গলে হবে
ভালবাসার জলের ঝর্ণা,
প্রাণ ভরে সে জল করব পাণ
মেটাব অনাদিকালের তৃষ্ণা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০১-২০১৯ ১৭:৫৪ মিঃ

এ তৃষ্ণা সহজে মেটে না....