কাজল
- শিশির খান - নীল কাব্য

তোমার ও দুটি আঁখির মায়ায়
কাজল হয়ে জড়িয়েছি,
ভালবেসে তোমায় নিজেকে বিলিয়ে
তোমার সৌন্দর্যকে বাড়িয়েছি।

এভাবেই থাকতে চেয়েছিলাম আজীবন
তোমার আঁখির কাজল হয়ে,
কেন তুমি আমায় মুছে দিলে, কেন?
আঁখির অশ্রু জল দিয়ে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০১-২০১৯ ১৯:০২ মিঃ

বেশিরভাগ কাজল অশ্রুতেই ধুয়ে যায়...