মনুষ্য মনন
- শিশির খান - কাব্যিকা ২৬-০৪-২০২৪

সাগরের মতো যদি হয় গো হৃদয়
দুঃখের জলোচ্ছ্বাস আঘাত হানবে,
পাহাড়ের মতো যদি হয় দৃঢ় মনোবল
বিপদের মেঘের সাথে সংঘাত বাধবে।
আকাশের মতো যদি ধৈর্য্যশীল হও
ব্যাথার বজ্রেরা বাধ ভাঙবেই ,
মাটির মতো যদি সদা সহিষ্ণু হও
যন্ত্রণা তোমায় কুঁড়ে খাবেই।

তাই বলে সাগর কখনো হয় না খর্ব
পাহাড় হয়নাতো কভু নত,
আকাশ তার বিশালতায় ব্যাপ্তি পায়
মাটি সব সহে অবিরত।
জীবনের পথে যেজন নির্ভীক অবিচল
সকল বাধাকে করবে জয়,
সেজন এ ভূবনে সদা রবে অমর
কীর্তি তার রবে চির অক্ষয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

SHISHIR_KHAN
১০-০১-২০১৯ ১৯:১৪ মিঃ

হে আল্লাহ, সকল বাধাকে জয় করার সাহস চাই।