স্রোতস্বিনী
- শিশির খান - কাব্যিকা
আমি তোমাকে চিনেছি ওগো স্রোতস্বিনী,
তুমি এক সরল শুভ্র আদর্শ রমণী।
তোমার মনে এক উত্তাল মহা সাগর আছে
যাতে আছে ভালবাসার গভীর জলরাশি,
আছে মায়া মমতার অগনিত ঢেউ,
তাতে আছে প্রণয়ের উত্তাল স্রোত।
আরো আছে নির্বিঘ্নে উড়তে থাকা
ডানা ঝাপটানো হাজারো স্বপ্ন গাংচিল।
আমি তৃষ্ণার্ত বড় পিপাসিত আমি লোভী
সেই মহা সাগরকে লভীতে চেয়েছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।