দিন রাতে থাকি একলা
- তানজির উদ্দিন - অশুভ ছায়া
একী রূপের অঙ্গনে তোর পা রাখিয়াছ কে ?
একী অঙ্গনে আজি তরী বেয়ে আসিয়াছে কে ?
এ রূপ নব নব গানে গাহি
আজ আর কেহ নাহি নাহি ।
দিন রাত্রির গুণ্ঠনের পরে কে থাকে
অস্থির প্রলাপে যে যায় দূরের বাঁকে
হেথা কাননে ঝরিছে প্রভাতী শিশির
কাঁদিছে মৌন প্রকৃতি আজি প্রভাতী অঙ্গনে ।
একলা রাখিলে কাননে
একলা রাখিলে আলিঙ্গনে
একলা রাখিলে তব ও প্রাঙ্গনে
স্মরণ করিয়া চলি যায় অনন্ত দিন দিনে দিনে
থাকি থাকি হাহাকার শুনি কানে রাত্রি দিনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।