প্রতিবাদী ছবি
- অরুণ কারফা
ছবিটা আর হল না আঁকা
হাতজোড়া পরে থাকলেও ফাঁকা
যাতে ছিল তার নীল দুটো চোখ,
মুগ্ধ হত দূর থেকেও যারে
নিষ্পলকে দেখে বারে বারে
সহস্র অপরিচিত উৎসুক চোখ।
তার থেকে যখন অশ্রু নিয়ে
ভেবেছিলেম আরও রঙ গুলিয়ে
শেষ করব বাকিটা আঁকা,
কেমন যেন সে তাকাল ফিরে
আমার মুখ পানে চেয়ে ধীরে
বিদ্রুপ মেশানো হাঁসি দিয়ে বাঁকা।
বুঝলাম এই বৈষম্যের সামাজে
সে রাজি নয় সাজতে সাজে
যতদিন না পাচ্ছে সবাই বসন,
আমার নিজেকে মনে হল দোষী
আর এগোতে পারলেম না বেশী
পণ করলেম দূর করব শোষণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।