উদ্বেজন
- জয় আহাম্মেদ ২৩-০৪-২০২৪

আচ্ছা যদি এমন হতো মনের কথা বুঝে নিতো না বলা সেই ভাষা তোমায় ছাড়া একটা দিন সুখ যে কোথায় হবে রঙ্গিন মুছে গেছে সব আসা একটু কথা বলবো বলে অপেক্ষা করি নিজের আড়ালে এটা কি ভালোবাসা? চাই না তোমার ব্যাস্ত সময় একটু ভেবো শুধু আমায় নয়তো প্রেমের নেশা। স্বপ্ন কেনো ব্যাস্ত হলো নিদ্রা কোথায় হারিয়ে গেলো তোমায় খুঁজতে শেষে, ঘুমন্ত বনে অদ্য এসো নিজের ভেবে ভালোবেসো জড়িয়ে নিও অভ্যাসে। ঘৃণা করো যতোই আমায় পারিনা তবু ভুলতে তোমায় মনে কে বুঝিয়ে দাও, সুখতো ওগো তোমার হাতে বেঁধে রেখো তোমার সাথে আপন করে নাও। তোমার চুলের গন্ধ পেতে মিষ্টি হাসিতে হারিয়ে যেতে ভিষণ ইচ্ছে হয় লজ্জা ভেজা মুখ খানি হৃদয়ে জমানো প্রেমের বাণী সে গুলো কি আমার নয়। ১১ বৈশাখ,১৪২৫ শুক্রবার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।