কবিতাসমষ্টি তারিফ০৮
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৬-০৪-২০২৪

আট (৫৭-৬২)
মাহমুদুল মান্নান তারিফ৪০৫৭
তাং১৯১১১৬
লিমেরিক

দৃষ্টিখোলা লাশের মতো বিশ্ববিবেক বার্মাতে,
নিচ্ছে দেখে জাতিনিধন চালাচ্ছে কে হার্মাদে?
নেই প্রতিবাদ নেই প্রতিরোধ
নেই প্রতিশোধ নেই গতিরোধ
ঘুমন্তআজ বিশ্ববিবেক দায়িত্ব কে কার রাখে?

তারিফ৪০৫৮ তাং২০১১১৬
নও দূরের ভাতেজা

কীসের তরে ছুড়ছে গুলি রাখাইনসেনা পশু?
ঐ পশুদের শায়েস্তা চাই কাটার মতোই কচু।
আরাকানে রাখাইনশিশুর বুকে গুলি কেনো?
মানবতার পুরাই ডুবন, মরার মতোই যেনো!

মানবতা আফগানিস্তান, ইরাক, সিরিয়াতে?
যাও সহজেই মানবতা, কাশ্মীর,লিবিয়াতে!
এসব দেশের দখলদারি নিতে কেনো চলো?
বন্ধু আমার মানবতা, আমায় তুমিই বলো!

আমার কোলের বাচ্চাটাও প্রশ্নে যে আমারে,
আব্বু বলো ওরা কেনো বাচ্চা দেখলে মারে?
তাকে আমি বলবোটা কি? দাওনা তুমি বলে!
তার উত্তরটা না পায় যদি, তবে কি আর চলে?

ন্যাংটা কনসার্ট যাত্রাগানে তুমি তো বিনোদী!
কালামুল্লা'র সুর যেখানে তুমি ঘোরবিরোধী!
শোনো বন্ধু মানবতা, চাও কি আমার কাছে?
তোমার এমন আচরণে জীবন কি আর বাঁচে?

মানবতা তুমি তাইলে, নিজের বোঝই বুঝো?
তোমার বুকে লাথি মারি পথ তোমারি খঁুজো।
আমার কাছে এমন বন্ধুর স্নেহ-মায়া ভেজা,
বন্ধু হবে দূরের কথা, নও দূরের ভাতেজা।

তারিফ৪০৫৯ তাং০২১২১৬
সুবহে সাদেক ভাসে

অমানিশা দুনিয়াতে এসেছেন নূরনবী,
তাওরাত যাবুরের রীতিনীতি মুলতবী।
ইনজিল ছেড়ে দিয়ে সুকণ্ঠে কুরআন,
যতবাণী আস্মানি সারবাণী ফুরকান।

কুরআনে একতিল সঙ্কোচ করা দায়,
মুনাফেকে অনাস্থা সঙ্কেতে ধরা যায়।
আল্লা'র পয়গাম নবীস্বরে সুমধুর
সত্যের উন্মেষে মর্তে অশুভ দূর।

নবুওতে নবীনূর আলোকিত চরাচর,
যেই জ্যোতি ভেদকারী দুর্গম ধরাধর।
মহানবী কাণ্ডারি, বদকার নিঃস্বের,
ইমামুল কাওনা'ন রাহমাত বিশ্বের।

নবীর শুভাগমনে আঁধারের অন্ত,
শাহিদ হয়েছে যাঁর মুবারাক দন্ত।
নবীর হাসিতে হাসে উজ্জ্বল চন্দ্র,
খাতামুল আম্বিয়া, প্রোজ্জ্বল মন্ত্র।

আল্লাহু আকবার নবী তাঁর মাহবুব,
নবীদের শেষনবী, আহমাদ মাহমুদ।
হাশরের ময়দানে তৃষাবেন কাওছার,
উম্মাত গুনাগার, সুপারিশ চাও তাঁর।

সুবহে সাদেক ভাসে তমিস্র নিবারণ,
ভালোমনে উচ্ছ্বাসে, পবিত্র বিবরণ!
আমেনার স্বপ্নতো বাস্তবে রুপলাভ,
সত্যের অভিঘাতী মিথ্যারা চুপচাপ!

উজ্জ্বল নূরখানা জ্বলে ওঠে সম্মুখ,
স্বস্তির ভোরখানা চারিদিকে উন্মুখ।
সিরিয়ার উচুঁউচুঁ দালানে সুদীপ্তি,
উদরের সন্তানে দেন মায়ে তিপ্তি।

আগমন হল যবে মানবতা লুপ্ত,
ইসলাম জাগিয়েছে যতসব সুপ্ত।
নবীজীর আগমনে আনন্দ চিত্ত,
তাঁর প্রেমে মুমিনের অন্তর সিক্ত।

নূরনবী প্রার্থনা আল্লা'র খালিলের,
নবীদের সায়্যিদ মাহবূব জালিলের।
নবী ঈসা রুহুল্লা' দিয়ে যান সমাচার,
কেন তাঁর উম্মাতে মতভেদ-কমাচার?

মুস্তাফা আহমাদ সাথে তাঁর হেকমত,
মতভেদ ভুলে গিয়ে হও তাতে একমত।
হিংসার মুছে গ্লানি করো সাফ আত্মা,
নেই জানি তাঁর দ্বীনে হিংসারও পাত্তা।

উম্মাতে আহমাদি হতে হবে দীলসাফ,
আহমাদে দয়াদীল, আল্লা'র ইনসাফ।
রাহমাত হেকমাতে ভাসমান দ্বীন তাঁর,
ইসলাম ছাড়া বাদবাকি সব হীন-সার।

তাঁর দ্বীন ইসলাম, প্রিয় সৎকর্ম,
ইসলাম আল্লা'র, মনোনীত ধর্ম।
ইসলাম মূলে খাঁটি, ধর্মটা শান্তির,
দুনিয়ার বাদবাকি, ধর্মরা ভ্রান্তির।

দুনিয়ার ইনসান করো তাঁর ইত্বাআত,
তাঁর পথ ধরে করো অর্জন হিদায়াত।
ইক্বামাতে ইসলামে মুসলিম হও বের,
অবসান তাগুতের সময়ের হেরফের।

তারিফ৪০৬০ তাং২২১১১৬
মনুষ্যত্ব মুসলমানে

পৃথ্বীর মর্গ আস্তইরাক অপদার্থ জাতিসংঘ,
মানবতার ছদ্মবেশী সংঘ করছে জাতিভঙ্গ।
নর্দমিদের স্বপ্ন এটি চক্ষুতে না পায়ে দেখে,
এরই মিথ্যে সমর্থনে মানবরক্ত গায়ে মেখে।

সন্ত্রাসবাদের অজুহাতে চালায় শুধু বর্বরতা,
মারণাস্ত্রে ক্ষত ভূমি ভয়ে ছাতির ধড়ফড়তা!
পৃথ্বী কিরে সর্বস্বত্বে দেশান্তরে যাদের থাবা?
স্বদেশীরা অসহনে বলছেওনা তাদের যাবা?

মায়ানমারে বৌদ্ধধর্ম, অহরহ মানুষ মারে,
সত্তাহত্যা মহারন্ধ্র সত্তাকে কি জ্যান্ত ছাড়ে?
মনুষ্যত্ব মুসলমানে সন্ত্রাসী কেউ ননতো তারা,
কায়েদা বা আইএস বলো বিধর্মীরার অর্থে খাড়া।

আইএস যদি মুসলিম হতো তবে কিরে মুসলিম মারে?
মুসলিম আমি নিজেই বোকা এই কথাটা বুঝাই কারে?

তারিফ৪০৬১ তাং২৩১১১৬
কজন মুসলিম মার ধরে?

পুড়ছে বাড়ি পুড়ছে মানুষ
গেরাম হতে গেরাম ফানুস
পুড়ছে মাসজিদ অবশেষ
রাখাইন রাজ্যের ভবও শেষ।

পুড়ছে ইরাক পুড়ছে বেশ
পুড়ছে একের পর একদেশ
যখন মুসলিম আস্তানা
অমুসলিম দেশ খাস্তা না!

সুযোগ পেলে ঘাড় ধরে
কজন মুসলিম মার ধরে?
তারপরেও সন্ত্রাসী!
সন্ত্রাসী কয় জন গ্রাসি।

তারিফ৪০৬২ তাং২৪১১১৬
মালিন্য রক্তেই

সৌদির সম্রাট সোচ্চার থাকা চাই
মুসলিম হত্যায় অন্তরে জাগা নাই!
বার্মায় আহাজারি করে শতলক্ষে
সম্রাট দাও বলে তুমি কার পক্ষে?

মুসলিম একদেহে আত্মার বন্ধন
বিশ্বের চৌদিকে নিঃস্বের ক্রন্দন
ভ্রাতৃত্বে চির ধরা ভ্রাতৃত্ব অস্থির
মালিন্য রক্তেই কাঠিন্য অব্দির!

Mahmudul Mannan Tarif8
TarifVolume8mn 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।