কবিতাসমষ্টি তারিফ০৯
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৬-০৪-২০২৪

কবিতাসমষ্টি তারিফ-০৯

নয় (৬৩-৬৯)
মাহমুদুল মান্নান তারিফ৪০৬৩
তাং২৪১১২০১৬
গৌতম লজ্জায়!

বুদ্ধ কী বলেছেন করো জীবহত্যা?
উদ্দেশ তাই হলে টিকে তাঁর সত্তা?
আরাকান হতভাগা দুনিয়ার মর্গ,
গৌতম বুদ্ধ কী চান যেতে স্বর্গ?

জীবে দয়া মহানীতি বুদ্ধের ধর্মে,
স্বর্গের দ্বারে বাধা, উম্মা'র কর্মে!
জগতের মুসলিম চায় ধরা শান্ত,
খুন চুষে আরাকানি বুদ্ধরা ক্লান্ত।

রোহিঙ্গা জনগণ তাদের কী অপরাধ?
বুদ্ধরা মেরে বলে সব এযে অপবাদ।
গোল্লায় মানবতা মরে লোক নিষ্পাপ,
কল্যাণী বসে চা টা পিল্লাও বিশকাপ।

মানুষের খুন চুষে অমানুষী ডাইনি,
তার মতো বিভৎসা বিশ্বেও পাইনি।
ফের চাই নোবেলটা উপহার শান্তির,
আচরণ তার যতো বরবাদ -ভ্রান্তির।

উম্মা'র অপকাজে গৌতম লজ্জায়!
মানবতাবাদী নারী সুখ পাস্ শয্যায়?
মন থেকে ধিক্কার সুচি তুই সাবধান!
মারিসনে শিশুনারী আল্লা'র ধাব মান!

তারিফ৪০৬৪ তাং২৭১১১৬
সাজা পাক তারা যারা মাদকে আসক্ত

মদবিষ বর্জিত মদপান পাপাচার,
চাক্ষুষ-পরোক্ষ নিশাপান বাদাচার।
কুরআনে নিষিদ্ধ বাণী পাক আল্লা'র,
মদখোরে অভিশাপ আল্লাহু জাল্লার।

সুদ-ঘুষে জড়িতরা তাদেরও মুক্তিনা
না বলেই অপরাধী যাদেরও যুক্তিনা।
সমপাপ সমমাপ সাজা পাবে পরকাল
উপশম পাবেনা যে তারাওতো ইহকাল।

যারা খায় সুদ-ঘুষ মদ কিবা গাঞ্জাও
মৃত্যুর সাথে তারা ধরবে কী পাঞ্জাও?
পরিতাপ করে লাভ না ওদের জন্যই
মদ-গাঁজা ওদেরই উপভোগপণ্যই।

নিস্তার পেয়ে যাবে করে ওরা অন্যায়!
ধিক পেয়ে ভেসে যাক অশ্রুর বন্যায়
নীতিহীন আচরণে বাধা চাই শক্ত
সাজা পাক তারা যারা মাদকে আসক্ত।

তারিফ৪০৬৫ তাং২৮১১১৬
জ্যান্ত ইতিহাস

হরেকরকম শস্য ফলে বারোমাস
বাংলাদেশের এযে জ্যান্ত ইতিহাস
মুক্তি হয়ে যুদ্ধকরি স্বাধীনতা তরে
অবশেষ সুখশান্তি প্রতি ঘরে ঘরে।

আমাদের ইতিহাস ভুলবোনা না না
মুজিবের অবদান অস্বীকার না না
এম এ জি উসমানী সিলেটের গর্ব
হানাদারের প্রত্যাশা করেছেন খর্ব
আরে তিনি একজন বীর বাহাদুর
তাঁর সাধনায় পাই দেশ সুমধুর।

মুজিব রহমানও আতাউল গণি
তাঁদেরই গুণগানে দেশময় খনি
আমরা তাঁদের তরে করি মুনাজাত
হৃদয়ের সাথে তাঁরা দেন মুলাকাত।

তারিফ৪০৬৬ তাং২৯১১১৬
কবিদের লেখালেখি

কবিদের লেখালেখি হতে হবে সত্য
ভুলেভরা কথামালা করা চাই দূর
মিছামিছি কথা বাহ! চরণ মধুর
পাপী হলে মাফ পাবে কথায় অসত্য!

ন্যায়সঙ্গত কথায় তুমি পাবে নেকি
মানুষও ভালো হবে সমাজ সঠিক
বিবেচনা করে লিখো কবি সবদিক
সাঈরে নবীর পদ্যে ভেজাল আছে কী?

বিষয় সঠিক হবে এই উপদেশ
মিছামিছি কথাকলি শিগগির কাটো
কবি দাও মনোযোগ কবিতার পাঠো
তারপর দেখো তুমি লেখা বেশ বেশ।

ভুল হলে শোধরাও তুমি বারবার
রুচিশীল লেখা আনে জয়জয়কার।

তারিফ৪০৬৭ তাং০৪১২১৬
মানুষ হও

মানুষ হও প্রিয় হে! ছাড়ো পথভুল
ভুলপথে থাকো যদি হবে যোগ পাপ
বেআদব পাবেনাতো আল্লা'তে মাপ
মরণের পর দেবে ভুলের মাশুল।

প্রিয়তম শুনো তুমি শাফাআত চাও
রেসালাত নিয়ে এলো আল্লা'র নবী
তাঁর নূরে দূর হলো তমিস্র সবই
ঠিক তিনি নূরনবী নবুওতে পাও।

শাফাআত পাল বাধাঁ তাঁরই তরণী
বেআদব উঠবেনা পাবে সেতো বাধা
জ্ঞানপাপি বুঝবেনা সেতো বড় গাধা
তাঁর তরে কাঁদে আজো কুলই ধরণী।

ধরণীর বোঝা কভু হয়ো নাতো প্রিয়
অতীতের ভুলত্রুটি ক্ষমা চেয়ে নিও।

তারিফ৪০৬৮ তাং০৫১২১৬
বেশভূষা চকমক

বেআদব সে দানব আদবে মানব
যাঁর তরে এলো ভবে তাঁকে করে হেয়
তারচেয়ে বেশ জানি শয়তান শ্রেয়
সে মানবশয়তান প্রকৃত দানব।

বশেশভূষা চকমক খারাপাখলাক
হৃদেজমা কুটিলতা নাকরে প্রকাশ
চলা তার বেশভূষা না চেও সকাশ
ব্যবহারে কুটিলতা ধিক লাখলাখ।

প্রিয় সে যে ছিল অতি আমার আপন
অবশেষে ফাঁস হলো গোপন স্বভাব
বলবোনা সা'ব তাকে কে সে যে নবাব?
স্নেহাশিস সপ্রীতিও করেছি দাফন।

ভালোবাসা চাই আমি আমার নাবির
শাফি রোজ-কেয়ামাতে হন যে পাপির।

তারিফ৪০৬৯ তাং১১১২১৬
বুকছিঁড়ে বিদ্বেষে

রাবিউল আউয়ালে নজদির বংশের
বুকছিঁড়ে বিদ্বেষে শরীরের অংশের
ওহাবিরা সোচ্চার নবীজীর দুশমন
নবীজীর দুশমন আল্লা'র দুশমন।

যারাবলে নবীজীকে আমাদের মতোলোক
আসলেতো তারা হলো বিষাক্ত কীট-পোঁক
বিষপোঁক হাঁটুতলে যদি নিত কামড়ায়
নবীজীর আশিকের দাগবেনা চামড়ায়।

আল্লা'কে ভালোবাসে বলে যদি নিশ্চিত
ভালোবাসা হলো নাতো আল্লা'কে কিঞ্চিত
আল্লা'র ভালোবাসা যদি কেউ পেতে চায়
নবীজীকে ভালোবেসে আল্লা'কে পাবে হায়।

নবীজীর গোলামেরা সাজা হতে মুক্তই
কিয়ামতে হবে তাঁরা শাফাআতে যুক্তই
নবীজীর সুপারিশে মাফ পাবে বদকারো
উম্মাতে নবীজীর শাফী হবে নেককারো।

ভেজোসদা লাখো-কোটি তাঁর'পর তাসলিম
দরূদও পড়োসদা দুনিয়ার মুসলিম।

Mahmudul Mannan Tarif9
TarifVolum9 01715357517

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।