নিয়ে যাবো দিগন্তের ওপারে
- হাসান আল মাহদী ২৫-০৪-২০২৪

কেন তুমি এলে আড়ালে দাড়ালে
মিছে স্বপ্নের ঘোরে,
কেন তুমি কাছে এসে হারিয়ে যাও
গভীর আঁধারে । 

কেন তুমি মায়াতে বেধে রেখে
থাকতে চাও দূরে সরে,
কেন তুমি স্বপ্ন দেখাও দিবা-রাত
মিথ্যে ঘুমের ঘরে ।

রয়েছ তুমি দূরে মনের অগোচরে
যায় না তোমায় দেখা,
অদৃশ্য মায়ারজালে আটকে আছি
হতে পারিনা কবু একা।

কেন তুমি এলে মায়াতে জড়ালে
এই মন মাজারে,
কেন তুমি স্বপ্ন দেখাও দিবা-রাত
মিথ্যে ঘুমের ঘরে ।

হঠাৎ এসে জীবন টাকে সাজিয়েছ
ফুল কাননের মতো,
ক্ষনে এসে আবার হারিয়ে যাও
বিরহ আর সই বো কতো । ?

ধ্রূবতারা হয়ে তুমি দাও আলো জ্বেলে
আমার মনের ঘরে,
তোমায় নিয়ে যাবো দিগন্তের ওপারে
একান্তে মিশবো অভিসারে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।