যেওনা দূরে যেওনা
- মনিরা বাকী
সীমান্তের শেষ বিন্দুটাকে সাক্ষী করে
আমি কেবল তোমার ভুমিতেই বিচরণ করি ।
নগ্ন রক্তমাখা পায়ে এই যে এতদুর হেঁটে এসেছি-
তা কেবল তোমাকে কেন্দ্র করে ।
তুমি মিশে থাকো সবটুকু তুমি হয়ে,
হয়ে সুবাসিত ভোর, ঝরে পড় উচ্ছ্বসিত হাসি হয়ে
ঠোটের কিনারে-
তুমি বেদনা হয়েও ঝরো; তবুও ভালবাসি তোমাকেই ।
তুমি অহর্নিশ হৃদয়ে গেঁথে থাকা কোন ফুল !
সুবাসে সুবাসে বিমোহিত করে রাখো এই মন ।
তোমার ভালবাসাকে এ কপালের টিপ করে রেখেছি
আমার সমস্ত সৌন্দর্যের চাবিকাঠি সে !
পরম বিস্ময়ে; পরমানন্দে বেঁধেছি এ প্রানে তোমারও প্রান-
তুমি শুধু অনুখন ছুয়ে থাকো এই আমাকেই !
যেওনা; দূরে যেওনা !
ভালোবাসি তোমাকে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।