তোমার বিষাদ বীণে
- তানজির উদ্দিন - অশুভ ছায়া

দূরে বহুদূরে আরো দূরে বহু বহু দূরে
সুর উঠিছে সুর উঠিতেছে দূরে বহু দূরে
নিরব প্রান্তরে সহসা বেজে চলে
একী শুনি প্রান্তরে আসি ভুলে ।

কে চলিলে এ মোর সংসার ছাড়ি
বিদগ্ধ দিনের তরে নিলে তব আড়ি
না জাগিলে বৃথা গান
না শুনিলে সেই গান
এ বিরহ স্মরিবার তরে চলি যায় শূন্য প্রান্তরে
দূরে শেষে চলি যায় তারা ফেলি আপনারে
ফেলি আপনারে শূন্য ঘর ছেড়ে বহু দূরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।