এসো আমার শহরে
- এস.এম. আরিফ - অণুকাব্য

প্রিয়তমা এসো আমার শহরে ।
নিমন্ত্রণে এসে খুব অবাক হতে পারো তুমি।
এ শহর তোমার শহর!
তুমি ভেবে পাবে না কেন?
কোন কারুকার্য নেই তোমার নামে
নেই তোমার আবেদনময়ী অর্ধনগ্ন দেওয়ালিকা
তবুও খুব অবাক হবে তুমি!
মূহুর্তে ভেসে আসা তোমার প্রয়োজন হারাবে ,
পেয়ে যেত পারো একহাজার কোটি চুম্বন;
লজ্জার মাথা খেয়ে শেষে আমার সংগৃহীত
প্রয়োজনীয়তাও অপ্র‌য়োজনীয় করে তুলবে তুমি
তারপর শেষে না হয় আবার ছলনা করো।
প্রিয়তমা,এসো..
আমার শহরে এসো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।