তোমার তরে রহি সখা
- তানজির উদ্দিন - অশুভ ছায়া

এখনো দেখলে মোরে
তুই নিমকহারামী মোর ঘরের ঘরামি
এখনো আসলে ঘরে
তুই নিমকহারামী মোর শূন্যের ঘরামি
ভোলাইলে মোরে তাই ঘর শূন্য বিভীষিকাময় আঁধারে
কাদম্বরে ভোলে গেলে সখা শূন্য বিধির রণ রণ স্বরে ।

ওরে কে তোরা এসো গাই
নব উন্মনা আজি প্রাণে জাগাই
সহসা আসি তাহা ফিরে যবে শূন্যতায়
ভরিবে প্রাণ মোর আজি মহা শূন্যতায় ।
তব বেদনা অঙ্গনে জড়ায়ে মনঃমন্দিরে
অপেক্ষায় থাকি বিধির রূপ অন্দরে অন্দরে
হেথায় শুধুই বিলাপহীন অপেক্ষা অপেক্ষা
অনন্ত যামিনীর তরে নিয়াছে অপেক্ষার দীক্ষা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।