পরিনতী
- পরিমল বর্মণ | Parimal Barman ২৪-০৪-২০২৪

সম্পর্ক আর সাফল্য হাত ধরাধরি করে
হাঁটতে শুরু করল দিক থেকে দিগন্তরে |
কত স্বপ্ন আঁকা তাদের দুই আঁখিতে
পরিকল্পনার ছবি আঁকা দুটি হৃদয় জুড়ে ||

হটাৎ করে সাফল্য চায় এগিয়ে চলতে
আর সম্পর্ক ভাবে একই সঙ্গে থাকতে |
সাফল্য, সফল কোনো পরাজয় ছাড়া
আর সম্পর্ক হতে চায় না বাঁধন ছাড়া ||

সাফল্য সাথ ছাড়বে, ভাত ছাড়বে না
সম্পর্ক ছাড়বে ভাত, সাথ ছাড়বে না |
শেষে আলগা হতে শুরু করল বাঁধনটা
কিছুটা পথ হাঁটা রাস্তা হলো আলাদা ||

সাফল্য এগিয়ে সম্পর্কের হাত ছাড়িয়ে
সম্পর্ক অন্ধকারে চলে পথ হাতড়িয়ে |
সাফল্য এগিয়ে চলে অনেকটা পথ আগে
সম্পর্ক পিছিয়ে পরে অনেক অনেক দূরে ||

সাফল্যের উচ্চাকাঙ্ক্ষা,শিরায় বইছে অহংকার,
ধমনীতে তাচ্ছিল্য, সাফল্যের আজ হৃদয় দূর্বার |
সম্পর্ক ভাবে যাকে সে একদিন পথ চিনিয়েছে
আজ সে বিপথগামী,চায়না আমার পানে ||

শেষে সম্পর্ক ফিরে আসে তার গন্তব্যস্থলে
কেঁদে অপেক্ষায়-যদি সাফল্য ফিরে আসে |
কিন্তূ আসেনা সাফল্য লোভ,লালসা,মোহে
সম্পর্ক কে খুন করে সে এগিয়ে চলে ||

সাফল্যকেও অবশেষে একদিন হয় থামতে
পিছনে ফিরে তাকিয়ে খুঁজে সম্পর্ক কে |
তখন সে ফিরতে চায় সম্পর্কের কাছে
কিন্তু সম্পর্ক সাফল্যকে পারেনা চিনতে ||

সাফল্যের সফলতা আজ মনে হয় শূন্য
সফলতার মাঝেও আজ সাফল্য নিঃসঙ্গ |
মোহের বসে যে ভালোবাসা করেছে সে তুচ্ছ
দিনের শেষে অবশেষে সাফল্য আজ নিঃস্ব ||

রবিবার (23-12-2018)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।