গন প্রতি
- পরিমল বর্মণ | Parimal Barman ২৫-০৪-২০২৪

ধীরে হর্ন বাজা রে পাগলী
দেশ আমার ঘুমিয়ে আছে |
সাধারণ আটকে আইনের ফাঁদে
আর ধনীব্যাক্তিবর্গ বাঁচে আইনে |

যেখানে ঊর্ধতন ঘুষ খায়
অধস্তন অন্তত একশো নেয় |
যেখানে নেতারা দেই প্রতিশ্রুতি
জনগণ স্বপ্ন দেখে দিবারাতি |

যুবক ছেলেরা বেকার হয়ে
চায় সরকারি চাকরির আস্বাদ |
যেখানে নেতারা খুলে দান বাক্স
টাকা ফেললেই চাকরির প্রসাদ |

মেয়েরা যেখানে নির্যাতিত
যেখানে ধর্ষণ মা বোনেরা |
ইভটিজিং সামান্য ব্যাপার
সেদেশে চলে উন্নয়নের ধারা |

যেদেশে কৃষক করে আত্মহত্যা
যেখানে সর্ষের দাম না পেয়ে…|
যেখানে বাজার বন্দী সপিং মলে
আর ছোট দোকানিরা মাছি মারে |

দেশের অধিকাংশ স্বাক্ষর আর
স্বাক্ষর নিজের নাম আঁকে…|
ইন্টারনেট চলে ধীর গতিতে
আর দেশ ডিজিটাল স্বপ্ন দেখে |

যেখানে ফুটপাথ অতিক্রোমে আক্রান্ত
আর রাস্তা অসুস্থ নিত্য যানজটে …|
তাই ধীরে হর্ন বাজা রে পাগলী
দেশ আমার এখনো ঘুমিয়ে আছে…|

রবিবার (25-11-2018)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।